Advertisment
Presenting Partner
Desktop GIF

'সন্ত্রাসের ঘাঁটি'! মোদীর কনভয় ইস্যুতে পাঞ্জাব সরকারকে চাঁচাছোলা আক্রমণ কঙ্গনার

"বড়সড় মূল্য চোকাতে হবে" হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি আর কী বললেন কঙ্গনা?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kangana Ranaut, PM Narendra Modi, Modi's security laps in Punjab, কঙ্গনা রানাউত, পাঞ্জাবে মোদীর নিরাপত্তায় গাফিলতি, নরেন্দ্র মোদী, bengali news today

কঙ্গনা রানাউত, নরেন্দ্র মোদী

"দেশের প্রধানমন্ত্রীর ওপর আক্রমণের অর্থ গণতন্ত্রের ওপর আক্রমণ, পাঞ্জাব ক্রমশ সন্ত্রাসের ঘাঁটি তৈরি হচ্ছে। এর মূল্য চোকাতে হবে পাঞ্জাবকে…" নরেন্দ্র মোদীর (Narendra Modi) কনভয় ইস্যুতে চাঁচাছোলা আক্রমণ কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। প্রধানমন্ত্রীর নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে পাঞ্জাব সরকারের উদ্দেশে কড়া প্রশ্ন ছুঁড়েছেন বলিউড অভিনেত্রী।

Advertisment

প্রসঙ্গত, বুধবার পাঞ্জাবে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভাতিন্ডা বিমানবন্দর থেকে ফিরোজপুর যাওয়ার পথে বেশ কিছুক্ষণ একটি ফ্লাইওভারেই আটকে ছিলেন প্রধানমন্ত্রী। যার জেরে সমস্ত কর্মসূচি বাতিল করে ফিরে যেতে বাধ্য হন মোদী। স্বরাষ্ট্রমন্ত্রক পাঞ্জাব সরকারের কাছে ঘটনার রিপোর্ট তলব করে। প্রধানমন্ত্রীর সফরসূচি অনেক আগেই পাঞ্জাব সরকারকে জানানো হয়েছিল। তা সত্ত্বেও কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকার নিরাপত্তার উপযুক্ত ব্যবস্থা করেনি বলে অভিযোগ। যার জেরে দেশজুড়ে শোরগোল। পাঞ্জাবের কংগ্রেস সরকারকে নিশানা করছেন বিজেপির নেতা-মন্ত্রীরা। মোদীর প্রাণ সংশয়ের আশঙ্কা করছেন তাঁরা। সেই প্রেক্ষিতেই এবার সরব হলেন কঙ্গনা রানাউত।

<আরও পড়ুন: শরীর-মন ঠিক রাখতে আইসোলেশনে যোগা করছেন শুভশ্রী, ভিডিও ফাঁস করলেন রাজ>

বলিউড কন্ট্রোভার্সি ক্যুইন-এর মন্তব্য, "পাঞ্জাবে যা ঘটেছে, তা নিঃসন্দেহে লজ্জাজনক। শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত প্রতিনিধি-নেতা তথা ১৪০ কোটি জনগণের কণ্ঠস্বর। তাঁর ওপর আক্রমণ মানে, প্রতিটা ভারতীয়কে আক্রমণ করা। পাঞ্জাব দিন দিন সন্ত্রাসের ঘাঁটি হয়ে উঠছে। এখনই যদি এদের বাধা না দেওয়া হয়, তাহলে একটা বড়সড় মূল্য চোকাতে হবে। ভারত আপনার সঙ্গে আছে মোদীজি।"

publive-image

কঙ্গনার এমন মন্তব্যের পরই শোরগোল শুরু হয়েছে নেটদুনিয়ায়। বলিউড অভিনেত্রী গত লোকসভা নির্বাচনের সময় থেকেই পদ্ম শিবির ঘেঁষা মন্তব্য করছেন। এমনকী, কৃষক আন্দোলন নিয়ে বেঁফাস কথা বলেও আইনি বিপাকে জড়িয়েছেন। আর এবার পাঞ্জাবে গিয়ে যখন স্বয়ং দেশের প্রধানমন্ত্রীই বিক্ষোভের মুখে পড়লেন, তখনও কৃষকদের ছেড়ে কথা বললেন না কঙ্গনা রানাউত।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood PM Narendra Modi national news Kangana Ranaut Entertainment News
Advertisment