সানি দেওল ফিরেছেন পর্দায়। এতবছর পর, গদর ২ আবারও বড়পর্দায় ফিরতেই কামাল। একদিনেই কম করে ৪০ কোটির আয়। গদর, ছবির ক্ষেত্রে সেসময় এক আলোড়ন সৃষ্টি হয়েছিল সিনে ইন্ডাস্ট্রিতে। বিরাট টাকার আয় করেছিল এই ছবি। ফের আবারও...
Advertisment
ভারত পাকিস্তান প্রেক্ষাপটে নির্মিত এই ছবি। দেশ এবং রাজনীতির ঘেরাটোপে নতুন নতুন সমস্যা ও তাঁর সঙ্গে মানুষের বক্তব্য .. হলের বাইরে যে হারে ভিড়, অন্তত এটুকু বলা যায় সানি দেওলের এই ছবির অপেক্ষায় রয়েছেন অনেকে। দেশের নানা প্রান্তে নানা ছবি। তবে, প্রথম দিনেই বাঁধনছাড়া আনন্দ। কেউ কেউ, আওয়াজ তুলেছিলেন এহেন রাজনৈতিক প্রেক্ষাপটের ছবি নানা কিছু জন্ম দেয়।
তবে, প্রিয় সানি পাজির সিনেমা চূড়ান্ত সফলতা কামনা করেছেন সলমন। লিখলেন, আপনার যেমন এত বড় একটা মন। তেমনই, আপনার সিনেমাও কোটির অঙ্কে ওপেনিং হবে। কিন্তু, কঙ্গনা রানাউত ভীষণ খুশি এব্যাপারে। এই প্রথম, সহজেই কোনও ছবি তথা হিরোর প্রশংসা করলেন তিনি। লিখলেন...
কোনও রাজনীতি নেই। কোনও ভুল নেই, মিথ্যে রিভিউ নেই শুধু তাই না, প্রপাগান্ডা নেই এবং টিকিটের খেলা নেই। কার্টুনের মত দেখতে হিরো নয়, একজন আদ্যোপান্ত পুরুষ মানুষ, একজন হিরো এবং জনগণের দেখার মত ছবি। ছুটির দিন না হলেও, জাতীয় ছুটি আজই হয়ে গিয়েছে। একদিন ৭০ কোটি আরামসে। মানুষের মনে যে আনন্দ, যে খুশি এর থেকে মূল্যবান আর কিছুই হবে না। জাতীয়তাবোধ জেগে উঠবে এই ছবির মধ্যে দিয়ে। সানি দেওল তোমায় শুভেচ্ছা।