'আরিয়ানকে বাঁচাতে মাফিয়া পাপ্পুরা জেগে উঠেছে', শাহরুখ-পুত্রকে কড়া ভর্ৎসনা কঙ্গনার

আরিয়ান খানকে নিয়ে কী বললেন কঙ্গনা রানাউত?

আরিয়ান খানকে নিয়ে কী বললেন কঙ্গনা রানাউত?

author-image
IE Bangla Web Desk
New Update
Kangana Ranaut, Aryan Khan, Aryan Khan Arrest, Shah Rukh Khan, আরিয়ান খান, শাহরুখ খান, কঙ্গনা রানাউত, মাদককাণ্ডে আরিয়ানকে তোপ কঙ্গনার, bengali news today

শাহরুখ-পুত্র আরিয়ানকে কড়া ভর্ৎসনা কঙ্গনার

বলিউডের খান-সাম্রাজ্যের প্রতি আগাগোড়াই রুষ্ট কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। বিশেষ করে স্টার-কিডদের নিয়ে একাধিকবার বেঁফাস মন্তব্য করে বসেছেন। নেপোটিজম নিয়েও কড়া কথা শুনিয়েছিলেন করণ জোহরকে। বলিউডের নানা ইস্যুতে তারকাদের বিঁধে কথা বলতে কঙ্গনার জুড়ি মেলা ভার! স্বাভাবিকভাবেই শাহরুখ-পুত্র আরিয়ান খানের (Aryan Khan) মাদককাণ্ডে জড়ানোর বিষয় নজর এড়ায়নি নায়িকার। আর সেই প্রেক্ষিতেই এবার ফের বিস্ফোরক 'বলিউড ক্যুইন'।

Advertisment

বললেন, "আরিয়ান খানকে বাঁচাতে মাফিয়া পাপ্পুরা জেগে উঠেছে এখন।" এখানেই থামেননি কঙ্গনা। বলেন, "ভুলটাকে কখনও গৌরবান্বিত করে দেখানো উচিত নয়। আমার বিশ্বাস, এই ভুল থেকেই ও শিখবে আর জীবনে ওকে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। ও যে ভুলটা করেছে, তার পরিণতিটা বুঝবে। গ্লানিবোধই জীবনে ওকে আরও বড় জায়গায় পৌঁছে দেবে। যদিও এটা গসিপ করার সময় নয়, তবে এটাও বলব যে, ওদের ভুলটা অস্বীকার করাও অপরাধ-সম।"

<আরও পড়ুন: বিয়ে করছেন মিমি! কী বলছেন অভিনেত্রী?>

publive-image

প্রসঙ্গত, বৃহস্পতিবার আরিয়ান খানের জামিনের আবেদন খারিজ করে ১৪ দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তাঁকে। গত পাঁচ দিন ধরেই নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে আরিয়ান খান। মাদককাণ্ডে শাহরুখ-পুত্রের গ্রেফতারিতে উদ্বিগ্ন গোটা বলিউড। সোশ্যাল মিডিয়াতেও শোরগোল। নেটদুনিয়ার নীতিপুলিশদের একাংশ যখন স্টার-কিডের বিলাসবহুল জীবনযাত্রা থেকে শুরু করে শাহরুখ-গৌরীর (Shah Rukh Khan, Gauri Khan) শিক্ষা-রুচি নিয়ে প্রশ্ন তুলেছেন, তো এক পক্ষ আবার বলিউড বাদশার সমর্থনে মুখ খুলেছেন। ইন্ডাস্ট্রির তাবড় তারকারাও কিং খানকে সহমর্মিতা জানিয়ে টুইট করছেন। কিন্তু কঙ্গনা রানাউত বিঁধে কথা বলতে ছাড়লেন না।

Advertisment

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Aryan Khan arrested Kangana Ranaut Aryan khan