"মন্দিরে এত ভয় কেন? নিজেদের ধর্মের প্রতি বিশ্বাস নেই নাকি?" বাংলাদেশি ক্রিকেটার সাকিব-আল-হাসানের (Shakib-Al-Hasan) কালীপুজো উদ্বোধন বিতর্ক নিয়ে এবার মৌলবাদীদের উদ্দেশে বিস্ফোরক মন্তব্য কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। সাম্প্রদায়িক বিদ্বেষের উসকানি দেওয়ার অভিযোগে এমনিতেই মাথার উপর মামলা ঝুলছে, তার মাঝেই নেটদুনিয়ায় ফের বিস্ফোরক অভিনেত্রী।
কলকাতায় এসে কালীপুজোর উদ্বোধন করায় বাংলাদেশের মৌলবাদীদের প্রাণনাশের হুমকি খেয়েছিলেন ক্রিকেটার সাকিব আল হাসান। ফেসবুক লাইভে সিলেটের এক যুবক, খ্যাতনামা ক্রিকেটারকে কুপিয়ে খুন করার হুমকিও দেয়। সোশ্যাল সাইটে একের পর এক বাংলাদেশি নেটিজেনদের শাকিবের উপর ক্ষোভ যখন ফেটে পড়তে থাকে, তখনই বিষয়টি নিয়ে মুখ খুলতে বাধ্য হন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার। কলকাতায় এসে হিন্দুধর্মের উৎসবে শামিল হয়ে কালীপুজোর উদ্বোধন করায় সাকিব প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন। আর ঠিক এই বিষয়টি নিয়েই এবার মুখ খুলেছেন কঙ্গনা রানাউত।
টুইটে অভিনেত্রীর স্পষ্ট বক্তব্য, "মন্দিরে এত ভয় কেন? কোনও কারণ তো থাকবে নিশ্চয়ই? এমনি এমনি-ই কেউ এতটা ঘাবড়ে যায় না! আমি তো সারাজীবন মসজিদে থাকলেও আমার হৃদয় থেকে কেউ রাম নাম মুছে দিতে পারবে না। নিজেদের ধর্মে বিশ্বাস নেই, নাকি তোমাদের হিন্দু অতীত মন্দিরের প্রতি আকর্ষিত করছে তোমাদেরকে? প্রশ্ন করো নিজেকে?"
এর পাশাপাশি কঙ্গনা আরও বলেছেন, "ওদের কাছে এর জবাব নেই। ওরা আপনার বাড়ি ভেঙে দেবে, জেলে পাঠিয়ে দেবে। আপনার আওয়াজ দমিয়ে রাখতে ডিজিটাল মাধ্যমকেও রুদ্ধ করে দেয়। কোনও ডিজিটাল মাধ্যমের কণ্ঠরোধ করা ভার্চুয়াল দুনিয়া হত্যার মতোই। এর বিরুদ্ধে কঠোর আইন বলবৎ করা দরকার।"