আলিয়া ভাট ( Alia Bhatt ) অভিনীত গাঙ্গুবাঈ কাঠিয়াওয়াড়ি রিলিজ করেছে গতকাল। তারপর থেকেই চারিদিকে শুধুই প্রশংসার সুর... সমালোচক থেকে সাধারণ মানুষ অনেকেই পছন্দ করছেন বনসালির এই মাস্টারপিস কে। এবং এরই মাঝে সিনেমা প্রসঙ্গে মত বদলের সুর কঙ্গনার ( Kangana Ranaut ) মুখে? অভিনেত্রীর মন্তব্য নজর কারার মত! কী বললেন তিনি?
Advertisment
দিনকয়েক আগেই, আলিয়া এবং ছবি সম্পর্কিত প্রসঙ্গে নানান মন্তব্য করেই শিরোনামে ছিলেন কঙ্গনা, এমনও জানিয়েছিলেন যে আলিয়াকে কাস্ট করাই বনসালির সবথেকে বড় ভুল! তবে রিলিজের পর দর্শকদের ভালবাসা, এবং ব্যাবসা দেখে তবেই কী মত বদলালেন অভিনেত্রী? ইনস্টাগ্রামে পোস্ট করেন তিনি, লেখেন - দক্ষিণী ছবিতে সিনেমার রাইজিং যেমন বাড়ছে তেমনই হিন্দি ছবিতেও নতুন পদক্ষেপ নেওয়া হচ্ছে, দেখেও ভাল লাগছে। সাম্প্রতিক নারীকেন্দ্রিক ছবিগুলি বলি মার্কেটে যে ভালবাসা আদায় করে নিচ্ছে, সেটি প্রশংসনীয়... এবং এমন একটি ছবি যেখানে বিরাট মাপের একজন পরিচালক সঙ্গেই একজন সুপারস্টার নায়ক রয়েছেন। ছোট পদক্ষেপ হলেও তুচ্ছ নয়! থিয়েটার একেবারেই ভেন্টিলেটরে পৌঁছে গেছিল, তাদের পুনরুজ্জীবিত করার এক অসাধারণ প্রয়াস। কখনও আশাই করিনি, যে সিনেমার মাফিয়াদের দিয়েও ভাল কিছু সম্ভব, যদি এইভাবে তারা ভাল কাজ করতে পারে তবে সেরার সেরা কিছু পাব, এই আশা রয়েছে এবং আমরা কৃতজ্ঞ থাকব।
কঙ্গনার মন্তব্যে আলিয়ার তৎকালীন প্রতিক্রিয়া ছিল যৎসামান্য! কলকাতায় ছবির প্রচারে এসেই গীতার শ্লোক আউরে উত্তর দিয়েছিলেন অভিনেত্রী। কঙ্গনার দাবি এমনও ছিল, যে এই শুক্রবার ২০০ কোটি টাকা ছাই হয়ে যাবে। আলিয়ার সঙ্গেই বাবা মহেশ ভাট কেও একহাত নিয়েছিলেন তিনি, বাবা জোর করেন বলেই মেয়ে আলিয়া কাজ পান, এমনও মন্তব্য করেছিলেন তিনি। তবে গাঙ্গুবাইয়ের সাফল্য এবং দর্শকদের উচ্ছাস দেখার পরেই যে মন্তব্যে বদল এসেছে সেটি একেবারেই পরিষ্কার।