বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন। ‘লাগামহীন’ কথা বলা যেন তাঁর স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। কৃষক আন্দোলন যেদিন থেকে শুরু হয়েছিল, সেদিন থেকেই একের পর এক টুইটে দেশের অন্নদাতাদের ‘জঙ্গি’, ‘সন্ত্রাসবাদী’ বলে আক্রমণ করেছিলেন তিনি। গত ফেব্রুয়ারি মাসেই সেই প্রেক্ষিতে আইনি বিপাকে জড়িয়েছিলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। আন্দোলনকারী নিরীহ কৃষকদের ‘সন্ত্রাসবাদী’ বলে তাঁদের বিরুদ্ধে উসকানি দেওয়ার অভিযোগে মামলা দায়ের হয়েছিল অভিনেত্রীর বিরুদ্ধে। যার জেরে বৃহস্পতিবার থানায় হাজিরা দিতে হল তাঁকে।
উল্লেখ্য, শিখ সম্প্রদায়কে নিয়েও আপত্তিকর মন্তব্য করার অভিযোগ উঠেছিল কঙ্গনার বিরুদ্ধে। যার জেরে ইতিমধ্যেই কঙ্গনার বিরুদ্ধে দায়ের হয়েছে একাধিক FIR। এমনকী, চলতি মাসের শুরুতেই পাঞ্জাবে গিয়ে কৃষকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অভিনেত্রী। সেই এফআইআরের ভিত্তিতেই মুম্বইয়ের খর থানায় ডেকে পাঠানো হয়েছিল কঙ্গনাকে। এদিন অভিনেত্রীর বয়ান রেকর্ড করে পুলিশ।
<আরও পড়ুন: কপিলের বিশ্বজয়ী টিম এখনও দেখেননি ‘৮৩’! কেন? কারণ খোলসা করলেন কবীর খান>
ডিসেম্বর মাসের গোড়ার দিকে সংশ্লিষ্ট ইস্যুতে এফআইআর বাতিলের দাবিতে বম্বে হাইকোর্টের কাছে আবেদন জানিয়েছিলেন কঙ্গনা। তবে বৃহস্পতিবার থানায় অভিনেত্রীর বয়না রেকর্ড করা হলেও পুলিশের তরফে কোর্টকে জানানো হয়েছে যে, এই ইস্যুতে কঙ্গনাকে গ্রেফতার করা হবে না।
প্রসঙ্গত, দিন কয়েক আগে যখন বিতর্কিত তিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী মোদী, তখনও কৃষকদের ‘জিহাদি’ বলে আক্রমণ করেন বলিউড অভিনেত্রী। কঙ্গনা বলেছিলেন, “রাস্তার লোকেরা যদি এবার দেশের আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে থাকে, তাহলে মুশকিল।” এরপরই দিল্লির শিখ গুরুদ্বার ম্যানেজমেন্ট কমিটি ও অমরজিৎ সিং সাধু অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করে। তার ভিত্তিতেই আজ থানায় কঙ্গনার বয়ান রেকর্ড করা হল।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন