মুম্বইয়ের পালি হিলসে কঙ্গনা রানাউতের (Kangana Ranaut) অফিস ও বাংলো ভাঙার ইস্যু এযাবৎকাল বম্বে হাইকোর্ট অবধি সীমাবদ্ধ থাকলেও এবার সেই মামলা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ বলিউডের কন্ট্রোভার্সি ক্যুইন। বৃহন্মুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যদি বম্বে উচ্চ আদালতের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানায়, তাহলে কঙ্গনার যুক্তি না শুনে যেন কোনওরকম পদক্ষেপ না করা হয়, এই মর্মে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।
প্রসঙ্গত, শুক্রবারই কঙ্গনার বাংলো ভাঙার নোটিসকে খারিজ করে দিয়েছে বম্বে হাইকোর্ট। পাশাপাশি অভিনেত্রীকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। উচ্চ আদালতের এই রায়কে কঙ্গনা নিজের জয় বলেই চিহ্নিত করেছেন। তবে এর পরবর্তী পদক্ষেপ হিসেবে যাতে বিএমসির পক্ষ থেকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা টেনে না নিয়ে যেতে পারে উদ্ধব ঠাকরে প্রসাশন, সেই জন্য আগেভাগেই কঙ্গনা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন।
প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকেই মহারাষ্ট্র সরকারের প্রতি তোপ দেগে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন কঙ্গনা। কখনও ঠাকরে পরিবারকে শব্দবাণে একহাত নিয়েছেন তো আবার কখনও বা মুম্বইকে পাক অধিকৃত কাশ্মীর বলেও কটাক্ষ করেছেন। যার জেরে গত সেপ্টেম্বর মাসে বিএমসির রোষানলে পড়তে হয় অভিনেত্রীকে। কঙ্গনার পালি হিলসের বিলাসবহুল অফিস ও বাংলো বেআইনিভাবে গড়ে তোলার অভিযোগ এনে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছিল। তার প্রেক্ষিতেই বম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন কঙ্গনা। মাস দুয়েক পর শুক্রবার বম্বে হাইকোর্ট অভিনেত্রীর সমর্থনেই রায় দান করে। কিন্তু এরপর যেন এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে বিএমসি সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে সেরকম সুবিধে না করতে পারে, তার জন্য আগেভাগেই ব্যবস্থা করে নিয়েছেন কঙ্গনা। বুধবার তড়িঘড়ি সুপ্রিম কোর্টে আবেদন জানান যে, BMC'র পক্ষ থেকে যদি পালটা চ্যালেঞ্জ জানিয়ে মামলা করা হয়, তাহলে যেন পাশাপাশি কঙ্গনার যুক্তিও শোনা হয়।