scorecardresearch

‘এগুলো অশ্লীল ভাবনাচিন্তা…’, রাজনীতির কথা শুনতেই রেগে গেলেন কঙ্গনা!

ক্ষমতাশালী ব্যাক্তিরা জানেন…কার দিকে ইঙ্গিত দিলেন কঙ্গনা?

Kangana Ranaut, twitter, Kangana Ranaut twitter, Emergency release date, Emergency, কঙ্গনা রানাউত, টুইটার, টুইটারে কঙ্গনা, এমার্জেন্সি, কঙ্গনার সিনেমা এমার্জেন্সি, ইন্দিরা গান্ধি কঙ্গনা রানাউত, বলিউডের খবর, kangana ranaut politics, kangana ranaut bjp, kangana ranaut bollywood update, bollywood update, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর
কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউতের শিরোনামে থাকতে নতুন করে কোনও  বিষয় লাগে না। তিনি তাঁর ঠোঁটকাটা স্বভাবের কারণে সবসময়ই কারওর চোখের মণি, আবার কারওর কারওর চক্ষুশূল! রাজনৈতিক মন্তব্যও করে থাকেন। কেন্দ্রীয় সরকারকে নিয়ে তাঁর প্রশংসার শেষ নেই। সেকারণেই অনেকে আশা করেন তিনি নাকি রাজনীতিতে সক্রিয়ভাবে যোগ দেবেন। 

শেষ কিছুদিন ধরেই তিনি শিরোনামে রয়েছেন। রাজনীতিতে জুড়তে চলেছেন কঙ্গনা। এই প্রশ্ন শুনেই তিনি যা উত্তর দিলেন, তাতে চমকে গেলেন সবাই। অভিনেত্রীর কথায়, “কেউ যদি বলে থাকেন যে আমি রাজনীতি করতে চলেছি, তাহলে এটি খুব অশালীন একটু চিন্তা ভাবনা। আমি নিজে কখনোই একথা বলতে পারি না। জনগন বলবেন সে প্রসঙ্গে। যারা ক্ষমতায় রয়েছেন তারা যদি মনে করেন তবেই সম্ভব।”

আরও পড়ুন [ ওপার বাংলায় মুক্তি পাচ্ছে ‘পাঠান’, পদ্মাপাড়ের ভক্তদের উন্মাদনা বাড়িয়ে বড় বার্তা শাহরুখের ]

তিনি নিজে যে রাজনীতিতে আসতে চান, এই বিষয়টিকে একেবারেই ফু দিয়ে উড়িয়ে দিলেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমার এ প্রসঙ্গে কিছু বলার নেই। যারা যেভাবে ভাল বুঝবেন সেটাই হবে”। রাজনীতি যে মোটেই সহজ নয় সেকথা জানিয়ে দিলেন সাফ। বরং এই বেশ ভাল আছেন তিনি। দারুণ সুন্দর সব জায়গায় যাচ্ছেন, মজা করছেন। সিনেমা করছেন। তিনি বললেন, “সকলেই জানেন রাজনীতির জগৎ খুব কঠিন। এখানে কেউ কাউকে ক্ষমা করে না। আমি নিজেকে এরসঙ্গে জুড়তে চাই না। মনের দিক থেকে আমি খুব নরম একজন মানুষ”।

যতই, তিনি নিজেকে এর থেকে দূরে রাখুন না কেন, তাঁর মন্তব্যের খাতিরে সবসময়ই দলীয় দিকে তাঁকে রাখা হয়। দেশের প্রয়োজনে তিনি থাকবেন, একথা জানিয়েছেন। উল্লেখ্য, কিছুদিন হল শেষ করেছেন ‘ইমারজেন্সি’ ছবির শুটিং। এখনও চরম ব্যস্ততা। তাঁকে দেখা যাবে তেজাস, সীতার মত ছবিতে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kangana ranaut said being a politician is a vulgar thought