scorecardresearch

‘ ভুল করেছিলাম, আর কিছু করারই ছিল না…’, অনুশোচনায় তড়পাচ্ছেন কঙ্গনা!

অতীতের স্মৃতি হাতড়ে নিজের ভুল স্বীকার করলেন কঙ্গনা?

kangana ranaut, kangana ranaut bollywood, bolly world, kangana, kangana ranaut news, thalaivi, কঙ্গনা রানাউত, বলিউডের খবর
কঙ্গনা রানাউত

অভিনয় জীবনে ছোটখাটো ভুল হতেই পারে। অভিজ্ঞতার অভাব আবার কখনও দূরদর্শিতার অভাব, ভুল স্ক্রিপ্ট পছন্দ করেও অনেকে মুশকিলে পড়েন। আইকনিক চরিত্রের কথা ভুলে গেলেও এধরনের চরিত্রকে ভোলেন না অনুরাগীরা। এমনই এক কাণ্ড ঘটিয়েছেন কঙ্গনা নিজেও।

‘লাইফ ইন এ মেট্রো’, ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’ ছবিতে আইকনিক চরিত্রে অভিনয় করার পরেও তিনি নাকি ‘ডবল ধামাল’ এবং ‘রাস্কেল’ এর মত ছবিতে অভিনয় করেছিলেন। কিন্তু কেন? এই প্রশ্নের সম্মুখীন হতে হয় কঙ্গনাকে। এমন একজন ডাকসাইটে অভিনেত্রী তিনি কিনা এধরনের চরিত্রে অভিনয় করেছিলেন? অভিনেত্রী ফাঁস করেছিলেন এর নেপথ্যের কারণ! তিনি বলেন…

“জীবনে কখনও কখনও ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে মানুষজন। আমিও করেছিলাম এই ভুল। কেউ কেউ বলবে যে সম্পূর্ন ভুল সিদ্ধান্ত ছিল। কিন্তু আমার কাছে এটা ভুল না। অনেকেই বলেন, এসব ছবি কেন করেছ? এর থেকে অনেক ভাল সুযোগ পেতে। কিন্তু আমার কাছে আর কোনও সুযোগ ছিল না। এমনকি অপশনও ছিল না। আমার কাছে কোনও কাজ ছোট না। আমি যা টাকা পেয়েছিলাম, সেটা কাজে লাগিয়েছিলাম। আমার আর সত্যিই কিছু করার ছিল না।”

উল্লেখ্য, তিনি সদ্য শেষ করেছেন ইমারজেন্সি ছবির শুটিং। এখানে, ইন্দিরা গান্ধীর চরিত্রে তাঁকে দেখা যাবে। ছবির খাতিরে বন্দক রেখেছেন তার সম্পত্তি। এখন চূড়ান্ত ব্যস্ততা। সামনেই শুরু হবে পোস্ট প্রোডাকশনের কাজ।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kangana ranaut said i didnt have any option but for what