বলি অভিনেত্রীদের মধ্যে তাঁকে বেশিরভাগই জানেন ঠোঁটকাটা হিসেবে। কাউকে নিয়ে মন্তব্য করতেই তিনি পিছপা হন না। শুধু তাই নয়, নেপটিজমের বিরুদ্ধেও সরব হয়েছিলেন তিনি। প্রসঙ্গে কঙ্গনা রানাউত। আবারও একবার প্রমাণ দিলেন কেন তিনি বলিউড কুইন।
পরনে সাদা রঙের শাড়ি, সবুজ পাথরের নেকলেস, কোথায় চললেন কঙ্গনা? এয়ারপোর্টে হাসিমুখে অভিনেত্রী। বললেন, “অনেকেই ভাবছেন হয়তো এত সেজেগুজে কোথায় যাচ্ছি আমি। আসলে গঙ্গা আরতি করতে যাচ্ছি। আপনাদের জানার জন্য বলে রাখলাম”। কঙ্গনার সঙ্গে মুহূর্ত বেশ উপভোগ করেন পাপারাজ্জিরা। তবে, ভয়ও পান একথাও এক্কেবারে পরিষ্কার।
আরও পড়ুন [ ঐশ্বর্যকে কাজ করতে দিন…’, প্রশ্ন শুনেই তেলেবেগুনে জ্বলে উঠলেন অভিষেক! ]
কঙ্গনা এরপরে যাবেন কেদারনাথ। হাসিমুখেই সকলের সঙ্গে ,কুশল বিনিময় করলেন অভিনেত্রী। তখনই একজন বলে ওঠেন, “আপনার সঙ্গে কথা বলতে ভয় লাগে ম্যাডাম”। এবারও অবাক হলেন না কঙ্গনা। সোজা বলে বসলেন, “পাওয়াই উচিত। যদি আপনারা বুদ্ধিমান হন তো পাওয়াই সঠিক হবে”।
কঙ্গনার এহেন মন্তব্যে যথেষ্ট খুশি তাঁর অনুরাগীরা। সোশ্যাল মিডিয়ায় তাঁদের বক্তব্য, এমন সহজ কথা সহজভাবে সবাই বলতে পারলে সবকিছুই পাল্টে যেত। আবার কেউ বলছেন, এত সাহস সকলের থাকে না। উল্লেখ্য, সদ্যই শেষ করেছেন এমারজেন্সি ছবির শুটিং। পরিচালক হিসেবেও এই ছবির দায়িত্ব তাঁর কাঁধে।