Advertisment
Presenting Partner
Desktop GIF

Kangana Ranaut-Bengal CM Mamata Banerjee: বাংলা থেকে নিখোঁজ পরিচালক, তাঁর 'অসহায়' স্ত্রীর হয়ে মুখ্যমন্ত্রীকে অনুরোধ কঙ্গনার

Kangana Ranaut post: বাংলা থেকে নিখোঁজ পরিচালক। দ্যা ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গলের প্রজার প্রকাশ্যে আসার পর থেকেই পরিচালক আতঙ্কে ছিলেন। সমাজ মাধ্যমে পোস্টও করেছিলেন এই নিয়ে। ১৪ তারিখ কলকাতায় এসেছেন কোর্টের হেয়ারিং উপলক্ষে। তারপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kangana Ranaut shared a post on diary of west bengal director missing requesting to mamata banerjee

Kangana To Mamata: মুখ্যমন্ত্রীকে কী বলছেন কঙ্গনা?

The diary of West Bengal director missing: পশ্চিমবঙ্গের বুকে যা শুরু হয়েছে সে কথা কারোরই অজানা নয়। একজন জুনিয়র ডাক্তারের মৃত্যুর পর, অন্যান্য মেয়েরা যেন আরো ভয় থাকতে শুরু করেছেন। শুধু তাই নয়, মেয়েরা তাদের জাস্টিস পেতে রাস্তায় নেমেছেন। এমনকি ও শোনা যাচ্ছে, বিচার না হলে অন্য পদক্ষেপও নিতে পারেন তারা। কিন্তু যেদিন থেকে ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল এর ট্রেলার প্রকাশ এসেছে, সেদিন থেকে আলাদাই গন্ডগোল।

Advertisment

পরিচালক সনজ কুমার মিশ্র, যিনি ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গলের নির্দেশনা দায়িত্বে ছিলেন তাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কলকাতায় এসে তিনি নিখোঁজ। বহুদিন ধরে এই সিনেমাটি নিয়ে আলোচনা চলছে। ট্রেলার নিয়ে নানা বিতর্ক সৃষ্টি হয়। কিন্তু কলকাতায় কোর্টের হেয়ারিং এ এসে নিখোঁজ হওয়া পরিচালককে নিয়ে এবার মমতা বন্দ্যোপাধ্যায় এর দ্বারস্থ কঙ্গনা রানাউত।

অভিনেত্রী নিজের সমাজ মাধ্যমে এই বিষয়ে লিখেছেন। পরিচালকের খোঁজ করেই কঙ্গনা লিখছেন, "ইনি সনজ কুমার মিশ্র। ডাইরি অফ ওয়েস্ট বেঙ্গলের পরিচালক। ছবির ট্রেলার টি প্রকাশ্যে আসার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার বিরুদ্ধে কেস করে। কোর্টের হেয়ারিং এ কলকাতা যান। তারপর থেকে উনি নিখোঁজ। ১৪ তারিখ রাতের পর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।"

অভিনেত্রী পাশাপাশি এও জানান, পরিচালকের স্ত্রী রীতিমতো ভয়ে রয়েছেন এই ঘটনার পর থেকে। তিনি কোন আশার আলো দেখতে পাচ্ছে না প্রতিদিন কঙ্গনাকে ফোন করছেন। অভিনেত্রী বললেন, "উনার স্ত্রী আমাকে রোজ ফোন করছেন। গতকাল রাতে উনি বাংলার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায় কে অনুরোধ করব আপনি, এই অসহায় মহিলাটির প্রতি সদয় হন, এবং তার স্বামীকে খুঁজে বের করুন।"

publive-image

যদিও পরিচালকের সঙ্গে যে এমন কিছু ঘটতে পারে তা তিনি নিজেই বুঝতে পেরেছিলেন। সমাজ মাধ্যমে এও লিখেছিলেন, "সরকারের চাপে আমি ভেঙে পড়েছি আশঙ্কা করছি আমার সঙ্গে যে কোন মুহূর্তে খারাপ কিছু ঘটবে।" ছবিটি আগামী ৩০ তারিখ মুক্তি পাওয়ার কথা।

এ কথা কারো অজানা নয় যে কঙ্গনা মাঝেমধ্যেই, স্বরব হন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তবে এবার তার গলার সুর একদম অন্যরকম। রাগারাগি তো করলেই না উল্টে মমতার কাছে অনুরোধ করলেন কঙ্গনা।

bollywood Kangana Ranaut Entertainment News
Advertisment