Kangana Ranaut: 'বাড়ির মহিলারা বেতনভুক্ত শ্রমিক নয়', 'মিসেস' নিয়ে চর্চার মাঝেই যৌথ পরিবারে বিয়ে নিয়ে চাঁচাছোলা কঙ্গনা

Kangana Ranaut Marriage Openion: যৌথ পরিবারে বিয়ে নিয়ে নিজের মত পোষণ করলেন কঙ্গনা রনাওয়াত। 'মিসেস' নিয়ে চর্চার মাঝেই বিস্ফোরক বলিউডের ক্যুইন।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
'মিটু' নিয়ে সরব হয়েছেন যে ভারতীয় অভিনেত্রীরা

'মিসেস' নিয়ে চর্চার মাঝেই যৌথ পরিবারে বিয়ে নিয়ে চাঁচাছোলা কঙ্গনা

Kangana Ranaut On MRS Controversy Row: অভিনয়ের সুবাদে তো বটেই, সেই সঙ্গে একজন স্পষ্টবক্তা হিসেবেও জুড়ি মেলা ভার কঙ্গনা রানাওয়াতের। সম্প্রতি হিমাচলে নিজের স্বপ্নের রেস্তোরাঁও চালু করেছেন। সাহসী স্টেটমেন্টের জন্য বারবার লাইমলাইট ছিনিয়ে নেন বলিউডের ক্যুইন কঙ্গনা রানাওয়াত। বিভিন্ন বিষয়ে মন্তব্যের জেরে বিতর্কেও জড়ান। যদিও সেসব মোটেই পাত্তা দেন না কঙ্গনা। বরং আপন ছন্দেই চলতে ভালবাসেন অভিনেত্রী।

Advertisment

একান্নবর্তী পরিবারে বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করে ফের চর্চায় কঙ্গনা রানাওয়াত। মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় কঙ্গনার পোস্ট। এই মুহূর্তে সান্য মলহোত্রার 'মিসেস' নিয়ে চর্চা তুঙ্গে। বিয়ের পর নিজের শখ-আহ্লাদ বিসর্জন নিয়ে শ্বশুরবাড়ির সদস্যদের মনরক্ষা করতে নিয়ে জীবন দুর্বিসহ হয়ে ওঠার গল্প 'মিসেস'। চর্চার মাঝেই নাম না করে এই ছবির প্রসঙ্গ টেনেছেন বলেই মনে করছে নেটনাগরিকের একাংশ।

কঙ্গনা তাঁর পোস্টের মাধ্যমে বলতে চেয়েছেন, তিনিও একান্নবর্তী পরিবারেরইে মেয়ে। ছোট থেকে তিনি দেখেছেন মহিলারাই পরিবারের দায়িত্ব সামলাতেন। তাঁরাই ঠিক করতেন বাড়ির সকলের খাওয়ার সময়, ঘুমাতে যাওয়ার সময় এমনকী স্বামীর টাকা-পয়সার হিসেবও রাখতেন। তাঁর বাবা যদি কখনও পরিবারের সঙ্গে বাইরে যাওয়ার প্ল্যান করলে ঘরোয়া খাবারের উপকারিতা বুঝিয়ে মা রীতিমতো বকাবকি করতেন।

Advertisment

 সব মিলিয়ে কঙ্গনা বলতে চেয়েছেন, তাঁর বাড়িতে মহিলাদের তত্ত্বাবধানেই সবটা হত। বিয়ে নিয়ে নানা মুনির নানা মত। কঙ্গনার মতে, 'বিয়ে শুধুমাত্র সঙ্গীর মন জয় করা নয়। আগের প্রজন্ম তো মা-বাবা ও বয়জ্যোষ্ঠদের কোনওরকম প্রশ্ন না করেই তাঁদের সেবা করতেন।'

ভারতীয় যৌথ পরিবার নিয়ে অনেকের মধ্যে ভুল ধারণা রয়েছেন সে কথাও অবশ্য পুরোপুরি অস্বীকার করেননি কঙ্গনা। অভিনেত্রীর মতে, বাড়ির মহিলাদের কখনই শ্রমিকের সঙ্গে তুলনা করা উচিত নয়। অনেক বলিউডি ছবিও বিয়ের ইচ্ছেকে ধ্বংস করে দিয়েছে। কঙ্গনার কাছে বিয়ে নামক প্রতিষ্ঠানের একটা উদ্দেশ আছে। যাকে বলে ধর্ম অর্থাৎ  কর্তব্যপালন।

কঙ্গনা এমন এক সমাজের স্বপ্ন দেখেন যেখানে কোনও বিবাহবিচ্ছেদ থাকবে না। বয়স্ক মা-বাবার সেবা করবে। তাঁর মতে, যৌথ পরিবারই জীবনের মূল চালিকাশক্তি। আজকের প্রজন্মকেও সন্তান ধারণের জন্য উৎসাহ দিতে চান কঙ্গনা। 

bollywood movie Kangana Ranaut Bollywood News bollywood actress