জয়ললিতার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধার্ঘ্য কঙ্গনা রানাউতের (Kangana Ranau)। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রীর বায়োপিকে আম্মার ভূমিকায় দেখা যাবে তাঁকে। সিনেমার শুটিং আপাতত শেষ। লকডাউনের পর নিউ নর্ম্যালেই সেরে ফেলেছেন ছবির বাকি কাজ। এবার মুক্তির অপেক্ষায় দিন গুনছে 'থালাইভি' (Thalaivi)। আজ জয়ললিতার চতুর্থ মৃত্যুবার্ষিকীতে উপলক্ষে সেই বায়োপিকেরই কয়েকটি শুটিং স্টিল শেয়ার করলেন অভিনেত্রী। যেখানে সাদা শাড়ি, লাল টিপে কঙ্গনা যেন পুরোদস্তুর প্রাণোচ্ছ্বল যুবতী জয়ললিতা হিসেবে ধরা দিলেন।
"জয়া আম্মার মৃত্যুবার্ষিকীতে ‘থালাইভি- দ্য রেভলিউশনারি লিডার’ সিনেমার বেশ কয়েকটি শুটিং স্টিল শেয়ার করলাম। টিমের সকলকে অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে ক্যাপটেন অফ দ্য শিপ বিজয় স্যরকে ধন্যবাদ জানাচ্ছি, যিনি কিনা ছবির কাজ শেষ করার জন্য দিনরাত অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। আর মাত্র ১ সপ্তাহের অপেক্ষা।" টুইট করে কঙ্গনা এদিন এমনটাই লিখেছেন।
প্রসঙ্গত, গতবছর‘থালাইভি’র প্রথম পোস্টার মুক্তি পাওয়ার পর আম্মার লুক নিয়ে কম বিতর্কের সৃষ্টি হয়নি। নানা কটাক্ষও শুনতে হয়েছিল বলিউড অভিনেত্রীকে। কঙ্গনা নাকি মুখে কেজি কেজি মেক-আপ ব্যবহার করে আম্মার লুক আনার চেষ্টা করেছিলেন.. এমন মন্তব্যের শিকারও হতে হয়েছে তাঁকে। তবে সেই সময়ে জয়ললিতার লুক নিয়ে যেভাবে বিতর্কের সৃষ্টি হয়েছিল, কঙ্গনার শেয়ার করা শুটিং স্টিলগুলি যেন তারই সমুচিত জবাব। যেখানে কঙ্গনাকে দিব্যি মানিয়েছে জয়ললিতার লুকে।
সেসমস্ত শুটিং স্টিলে জয়ললিতার ভূমিকায় ভিন্ন মেজাজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন কঙ্গনা। কখনও তাঁকে দেখা গেল দৌর্দণ্ডপ্রতাপ নেত্রীর মতো আবার কখনও বা মমতাশীল মায়ের মতোই দুস্থ বাচ্চাদের সঙ্গে কথা বলতে। ঠিক যেমনটা ছিলেন তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী সবার প্রিয় আম্মা।
উল্লেখ্য, এই বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন কে ভি বিজয়েন্দ্র প্রসাদ। তিনি ‘বাহুবলী’ ও ‘মণিকর্ণিকা’ ছবির চিত্রনাট্য লিখেছেন। ছবিটি প্রযোজনা করছেন বিষ্ণু বর্ধন ইন্দুরি ও শৈলেশ আর সিং। তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার বায়োপিক ‘থালাইভি’তে যিশুকে দেখা যাবে তৎকালীন দক্ষিণী অভিনেতা শোভনবাবুর চরিত্রে। একটা সময়ে শোনা গিয়েছিল, জয়ললিতার সঙ্গে নাকি শোভনবাবুর একটা সম্পর্কও তৈরি হয়েছিল। সেই চরিত্রেই দেখা যাবে যিশুকে।
On the death anniversary of Jaya Amma, sharing some working stills from our film Thalaivi- the revolutionary leader. All thanks to my team, especially the leader of our team Vijay sir who is working like a super human to complete the film, just one more week to go ???? pic.twitter.com/wlUeo8Mx3W
— Kangana Ranaut (@KanganaTeam) December 5, 2020