/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/kangana1.jpg)
কঙ্গনা-রণবীর সিং
করণ জোহরের ছবি রিলিজ করবে আর তাতে কঙ্গনার কোনও বিতর্কিত মন্তব্য থাকবে না এও আবার হয় নাকি? রকি এবং রানি রিলিজ করতেই কঙ্গনা নিজের সাফ বক্তব্য উজাড় করলেন সোশ্যাল মিডিয়ায়।
নব্বই দশকের একঘেয়ে প্রেমের কাহিনী কপি করে বসিয়ে দিয়েছেন করণ জোহর! কঙ্গনার দাবি কিছুটা এমনই। সেই বহু পুরনো ধাঁচের ছবি বানিয়ে, ২৫০ কোটি টাকার গচ্ছা দিয়েছেন পরিচালক। মানুষ আর এমন ছবি পছন্দ করে না। একথা, অনেকেরই জানা, প্রথমদিকে আশানুরূপ বক্স অফিসের কালেকশন হয়নি এই ছবির ক্ষেত্রে। কিন্তু, এবার শুধু করণ জোহর না, বরং হিরো রণবীরকেও যা নয় তাই বললেন কঙ্গনা! আঙ্গুল তুললেন তাঁর পুরুষত্ব এর দিকেও!
প্রকাশ্যে নিজের সোশ্যাল মিডিয়ায় পাতায় তিনি লিখলেন, "রণবীর সিং! তোমায় আমি খোলাখুলি বলছি করণ জোহরের থেকে অনুপ্রেরণা নেওয়া বন্ধ করো। বিশেষ করে ওর ড্রেসিং সেন্স খুব খারাপ। তুমি না একজন হিরো, তাহলে ধর্মেন্দ্র এবং বিনোদ খান্নারা যেভাবে পোশাক পড়তেন ওমন চেষ্টা করো। ভারতের দর্শকরা, একজন কার্টুন স্বরূপ মানুষকে হিরো কী করে ভাববে? দক্ষিণের তারকাদের দেখ। তাঁরা নিজেদের কী দারুন উপস্থাপিত করে। মানুষকে বোকা বানানো এত সহজ নয়। তাঁরা তাদের সংস্কৃতি এত সহজে ভুলতে পারবেন না। অন্তত, নিজেকে পুরুষ হিসেবে প্রমাণ তো করো। পোশাকটা ছেলেদের মত পরো।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/07/kangana.jpg)
কঙ্গনার ফ্রি উপদেশ আদৌ রণবীরের কাছে পৌঁছেছে কিনা সেটা তো তাঁর পোশাক দেখলে পরে বোঝা যাবে। কিন্তু করণের পরিচালক হিসেবে ২৫ বছরের পূর্তিতে তিনি যে এই ছবি বানিয়েছেন তাতে মোটেই সুখী নন কঙ্গনা। পাপা জো এর উদ্দেশ্যে লিখলেন, তিন ঘণ্টা ধরে মানুষ নতুন কিছু দেখতে চায়। নিউক্লিয়ার পাওয়ার কিংবা বিজ্ঞান ভিত্তিক ছবি মানুষের এখন পছন্দ। সেখানে সেই একই বউ শাশুড়ির কান্নাকাটি। তার জন্য আবার ২৫০ কোটি! নিজেকে এভাবে ভারতীয় সিনেমার ধারক এবং বাহক প্রমাণ করার কী দরকার? লজ্জা লাগা উচিত।