সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় এবং শাহিনবাগে যে আন্দোলন চলছিল, তার সমর্থনে সুর চড়ানোয় এবার ফের কঙ্গনা রানাউতের নিশানায় অনুরাগ কাশ্যপ, দীপিকা পাড়ুকোন, স্বরা ভাস্কর এবং তাপসী পান্নু। আন্দোলনকারীদের পাশে থাকায় বলিউড তারকাদের 'সন্ত্রাসবাদী' এবং 'ফিল্মি জোকার' বলে কটাক্ষ করলেন তিনি।
বলিউডের 'কন্ট্রোভার্সি ক্যুইন' তিনি। বরাবরই ঠোঁটকাটা। স্থান, কাল, পাত্র না দেখেই আলটপকা মন্তব্য করে বসেন। এবারও তাঁর অন্যথা হল না। ২০২০-তে যা কিছু ছেড়ে এসেছিলেন, ২০২১-এ ফের সেখান থেকেই শুরু করলেন কঙ্গনা রানাউত। আবারও সিএএ, এনআরসি ইস্যু নিয়ে মুখ খুললেন তিনি। শাহিনবাগের আন্দোলনকারী এবং জেএনইউ পড়ুয়াদের সমর্থনকারী অভিনেতা-অভিনেত্রীদের প্রকাশ্যে বিঁধলেন।
অনুরাগ, দীপিকা, স্বরা এবং তাপসীদের বিরুদ্ধে তোপ দেগে কঙ্গনার মন্তব্য, "এবার এটা প্রমাণিত হয়েছে যে JNU-এর আন্দোলনকারী ছাত্রছাত্রীরা CAA সম্পর্কে ভুল তথ্য এবং মিথ্যা খবর ছড়িয়েছিল। তারা স্বীকার করেছে যে তারা ঘৃণা, মিথ্যা এবং সন্ত্রাসবাদ ছড়িয়ে দিতে অংশ নিয়েছিল। এবার কি তাহলে ওই 'ফিল্মি জোকারগুলো', যাঁরা ওই ছাত্রছাত্রীদের সমর্থন করতে গিয়েছিল, তারা ক্ষমা চাইবে! আর চাইলেও দিল্লি হিংসার ঘটনায় যাদের প্রাণহানি হয়েছে, তাদের ক্ষতিপূরণ দেবে?"
পাশাপাশি বলিউডের এই চার তারকাকে সন্ত্রাসবাদী আখ্যা দিতেও ছাড়েননি কঙ্গনা। আরও একটু টুইটে তিনি লেখেন, "'বুলিদাউদ' ইন্ডাস্ট্রির আরও একটি পর্দা ফাঁস হয়ে গেল। JNU আন্দোলন এবং শাহীনবাগের আন্দোলনকারীদের যাঁরা সমর্থন করেছিলেন তাঁরা সকলেই হিংসায় উসকানি দিয়েছেন। এই তথাকথিত অভিনেতা-অভিনেত্রীরা সন্ত্রাসীদের চেয়ে কম কিছু নন। এসব দেখে জেগে ওঠুক দেশ…।"