যত খুশি দোষ দাও… করণের মন্তব্যের পরেও থেমে নেই বচসা। অনুস্কা থেকে প্রিয়াঙ্কা সকলের কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ! এবার সেই দলেই জুড়লেন কঙ্গনাও। যদিও করণের সঙ্গে প্রথম দিন থেকেই তাঁর তর্ক-বিতর্ক। এবার নিজের কেরিয়ারে পরিচালকের হস্তক্ষেপ নিয়ে মুখ খুলেছেন তিনি।
Advertisment
শুদ্ধ হিন্দিতে গতকাল কল্ম ধরেছিলেন করণ। তাঁর ওপর আনা সব অভিযোগ মিথ্যে। লিখেছিলেন, যত দোষ দেওয়ার দিন, আমি নিচু হওয়ার মানুষ নয়। মিথ্যের নীচে চাপা পড়ে যাও, তাও আমি বলব না। যত আমায় নীচু দেখাবে আমি তত ওপরে উঠব। আমার কর্ম আমার বিজয়। তলোয়ার ওঠালেও আমি মরব না। আর এই পোস্ট নজরে আসতেই রেগে আগুন কঙ্গনা।
Advertisment
করণকে দুষতে এক ইঞ্চিও জায়গা ছাড়েন না কঙ্গনা। এবার বললেন, "একটা সময় ছিল যখন চাচা চৌধুরি তাঁর নেপো মাফিয়াদের নিয়ে আমার ইংরেজির খিল্লি ওড়াত। জাতীয় টেলিভিশনের পর্দায়, আমায় কত কি শুনতে হয়েছে। আজ আপনার হিন্দিকে এখানে নিয়ে এসেছি, শুধু হিন্দি শুধরেছে! আগে আগে দেখুন কি হয়…"।
নাম না করেই করণকে দুষেছিলেন প্রিয়াঙ্কা। বলিউডে তাকে কোণঠাসা করা হয়েছিল। এমনকি অনুস্কা শর্মার পাশে বসে তাঁর কেরিয়ার ধ্বংসের কথা বলেছিলেন। এই কথাও হজম হয়নি অনেকের। করণের উদ্দেশ্য ভাল নয়? তাকে নেপো কিডদের শিক্ষক হিসেবেও সম্বোধন করেন অনেকে। উল্লেখ্য, করণের ছবিকে বয়কট করার ডাক দিয়েছেন ক্ষুব্ধ-অনুরাগীরা।
'সবে তো হিন্দি শুধরেছে, আগে আগে দেখ…', করণকে বিরাট হুঙ্কার কঙ্গনার!
করণকে তোপ কঙ্গনার
যত খুশি দোষ দাও… করণের মন্তব্যের পরেও থেমে নেই বচসা। অনুস্কা থেকে প্রিয়াঙ্কা সকলের কেরিয়ার শেষ করতে চেয়েছিলেন করণ! এবার সেই দলেই জুড়লেন কঙ্গনাও। যদিও করণের সঙ্গে প্রথম দিন থেকেই তাঁর তর্ক-বিতর্ক। এবার নিজের কেরিয়ারে পরিচালকের হস্তক্ষেপ নিয়ে মুখ খুলেছেন তিনি।
শুদ্ধ হিন্দিতে গতকাল কল্ম ধরেছিলেন করণ। তাঁর ওপর আনা সব অভিযোগ মিথ্যে। লিখেছিলেন, যত দোষ দেওয়ার দিন, আমি নিচু হওয়ার মানুষ নয়। মিথ্যের নীচে চাপা পড়ে যাও, তাও আমি বলব না। যত আমায় নীচু দেখাবে আমি তত ওপরে উঠব। আমার কর্ম আমার বিজয়। তলোয়ার ওঠালেও আমি মরব না। আর এই পোস্ট নজরে আসতেই রেগে আগুন কঙ্গনা।
করণকে দুষতে এক ইঞ্চিও জায়গা ছাড়েন না কঙ্গনা। এবার বললেন, "একটা সময় ছিল যখন চাচা চৌধুরি তাঁর নেপো মাফিয়াদের নিয়ে আমার ইংরেজির খিল্লি ওড়াত। জাতীয় টেলিভিশনের পর্দায়, আমায় কত কি শুনতে হয়েছে। আজ আপনার হিন্দিকে এখানে নিয়ে এসেছি, শুধু হিন্দি শুধরেছে! আগে আগে দেখুন কি হয়…"।
নাম না করেই করণকে দুষেছিলেন প্রিয়াঙ্কা। বলিউডে তাকে কোণঠাসা করা হয়েছিল। এমনকি অনুস্কা শর্মার পাশে বসে তাঁর কেরিয়ার ধ্বংসের কথা বলেছিলেন। এই কথাও হজম হয়নি অনেকের। করণের উদ্দেশ্য ভাল নয়? তাকে নেপো কিডদের শিক্ষক হিসেবেও সম্বোধন করেন অনেকে। উল্লেখ্য, করণের ছবিকে বয়কট করার ডাক দিয়েছেন ক্ষুব্ধ-অনুরাগীরা।