/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/06/kangana.jpg)
suman on kangana slapped: প্রাক্তন প্রকাশ্যে খেলেন এক চড়, কী বলছেন হীমাডির জোরাভর?
একসময় কঙ্গনার সঙ্গে তাঁর সম্পর্ক ছিল দেখার মত। যদিও বেশিদিন সেটি স্থায়ী হয়নি। বরং শেখ সুমনের পুত্র অধ্যয়ন সুমনের সঙ্গে কঙ্গনার বিশ্রিভাবেই সম্পর্কের ইতি ঘটে। আর আজ যখন কঙ্গনার চড় ঘিরে এত প্রশ্ন, তখন কী বলছেন প্রাক্তন?
কঙ্গনার সঙ্গে বলিউডের সম্পর্ক মোটেই সুখকর না। এমন মিম ঘুরে বেড়াচ্ছে যে, কঙ্গনার চড় খাওয়ার পর, রীতিমতো নাকি আনন্দে রয়েছেন করণ জোহর এবং হৃতিক রোশন। এদিকে যেই অধ্যয়ন সুমন একসময় কঙ্গনাকে ডাইনি এবং কালা জাদুর বিশেষজ্ঞ হিসেবে বর্ণনা করেছিলেন সেই নাকি এখন কঙ্গনার চড় খাওয়ার প্রসঙ্গে নির্বিকার থাকলেন।
সম্প্রতি হীরামান্ডি সিরিজে তাঁকে দেখা গিয়েছে। সেখানেই আবার নতুন করে, পর্দায় ফিরেছেন তারা। এর আগেও জানিয়েছিলেন যে কঙ্গনার সঙ্গে ভুল বোঝাবুঝি এবং বাক বিতন্ডা মুশকিল ফেলেছিল। তাই এখন দু পক্ষেরই সবটা ঠিক রয়েছে। কিন্তু অভিনেত্রীর চড় খাওয়ার ঘটনায় মুখ না খুললেও তার বাবা বললেন...
"নিতান্তই খারাপ ঘটনা। এমন করতে নেই। এমন ভাবে প্রতিহিংসা চরিতার্থ করা কারওর উচিত না। যদি কারওর ওপর কোনও কারণে রাগ থেকেও থাকে তাহলেও না। উনার শাস্তি পাওয়া উচিত। এমন ভাবে কোনও বিরোধ দেখানো উচিত না।"
যদিও, মুখ থেকে একটা শব্দও বলতে শোনা যায় নি অধ্যয়নকে। বাবার কথায় শুধু ঘাড় নেড়েই গেলেন তিনি। তাহলে কি প্রাক্তনকে নিয়ে কোনও বক্তব্য নেই তাঁর? অন্তত এমনটাই বোঝা গেল।