Advertisment
Presenting Partner
Desktop GIF

Kangana Ranaut-Vishal Dadlani: 'ওকে আমি সাহায্য করব..', কঙ্গনাকে চড় মারলেন যে CISF, তাঁকে নিয়েই বিরাট দাবি বিশালের

Kangana Ranaut slapped: কঙ্গনাকে চড় মেরে সেই মেয়েটি কাজ থেকে বরখাস্ত হয়েছে। সেই ঘটনাই একদম মেনে নিতে পারছেন না সুরকার বিশাল দাদলানী।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Kangana Ranaut, Mandi, Himachal Pradesh, BJP, Congress

হিমাচল প্রদেশের মান্ডি থেকে বিজেপির টিকিটে ভোটে জিতেছেন কঙ্গনা রানাউত।

কঙ্গনাকে যে চড় মেরেছে আমি তাঁকে...', সুরকার এবং গীতিকার বিশাল দাদলানি যা বললেন, তাতে চমকে যেতে হয়! ইন্ডাস্ট্রির সহকর্মীর সঙ্গে হয়ে যাওয়া ঘটনায় দেশ জুড়ে তোলপাড়।

Advertisment

গতকাল চন্ডিগড় বিমানবন্দরে কঙ্গনার গালে কষিয়ে চড় মারেন এক CISF পার্সোনাল। সেই মহিলা যুক্তি দেখিয়েছেন, কৃষক আন্দোলন নিয়ে কঙ্গনা অতিরিক্ত খারাপ কথা বলেছেন। ওখানে ১০০ টাকার বিনিময়ে উনি বসেছিলেন? আমার মা বসেছিলেন আমি জানি। কারওর মতাদর্শকে টাকা দিয়ে মূল্য করবে উনি?

বাকবিতণ্ডা ভয়ঙ্কর জায়গায় পৌঁছায়। সূত্রের খবর, বিমানবন্দরে দাঁড়িয়ে নাকি কঙ্গনা সেই cisf কনস্টেবলকে খালিস্থানি বলে সম্বোধন করেন। তারপরেই জল এতদূর গড়ায়। আর এদিকে, কঙ্গনাকে চড় মেরে সেই মেয়েটি কাজ থেকে বরখাস্ত হয়েছে। সেই ঘটনাই একদম মেনে নিতে পারছেন না সুরকার বিশাল দাদলানী।

সুরকার নিজের সোশ্যাল মিডিয়ায় বললেন, "আমি ভায়োলেন্স একদম পছন্দ করি না। কিন্তু এই cisf কনস্টেবলের রাগ করার পেছনে অনেক কারণ আছে। আমি এটুকু বলতে পারি যদি তাঁর চাকরি চলে যায়, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে বলবেন, আমি চেষ্টা করব তাঁর অর্থ উপার্জনের ব্যবস্থা করে দিতে। জানি না, সে সেটা গ্রহণ করবে কিনা। তাও, তাঁকে বলবেন।"

এখানেই শেষ না। সেই কনস্টেবল রাগের মাথায় যে কান্ড করে বসেছেন সেটি দেশের অনেক মানুষের কাছেই প্রশংসিত হয়েছে। কেউ কেউ তো এমনও বলেছেন যে উচিত শিক্ষা পেয়েছেন অভিনেত্রী। তবে, হাল ছেড়ে দেওয়ার পাত্রী কঙ্গনা নিজেও না। তিনি সোজাসুজি বললেন, এবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জানাবেন এই ঘটনা।

Entertainment News
Advertisment