scorecardresearch

‘আমার সঙ্গে কাজ করার সাহস নেই ওদের’, ফের বলি তারকাদের বিঁধলেন কঙ্গনা

সিনেমার পরখ রয়েছে অর্জুন রামপালের, সহ অভিনেতাকে নিয়ে গর্বিত কঙ্গনা

Kangana Ranaut, Kangana Ranaut on Nupur Sharma, BJP leader Nupur Sharma, Nupur Sharma's Prophet remarks, Kangana on Muslim, কঙ্গনা রানাউত, হজরত মহম্মদ, নুপূর শর্মা, বিজেপি নেত্রী নুপূর শর্মা, নুপূর শর্মার বিতর্কিত মন্তব্য, কী বলেছিলেন নুপূর শর্মা, নুপূর প্রসঙ্গে কঙ্গনা, কঙ্গনার সাম্প্রদায়িক মন্তব্য, bengali news today
কঙ্গনা রানাউত

অভিনেত্রী কঙ্গনা রানাউত ( Kangana Ranaut ) ব্যস্ত ছবি ‘ধাকড়ের’ প্রমোশনে। গতকালই সলমন খান তার ছবির উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়েছেন। কঙ্গনার সঙ্গে বলিউডের সকলের সম্পর্ক ঠিক কতটা আদায় কাঁচকলায় এই সম্পর্কে অনেকেই জানেন। অভিনেত্রী জানান, এমন অনেক তারকা কিংবা অভিনেতারা রয়েছেন যারা তার সঙ্গে কাজ করতে একেবারেই আগ্রহী নন বরং ভয়ে পিছিয়ে যান?

সম্প্রতি এক সাক্ষাৎকারে এই বিষয়েই মুখ খোলেন কঙ্গনা। তাকে জিজ্ঞেস করা হয়, বলিউডের অন্যান্য তারকাদের থেকে একেবারেই দূরে দূরে থাকেন তার কী একা লাগে না? অভিনেত্রী বলেন, “আমার সবথেকে বেশি সমস্যা হয় যখন ছবির জন্য কাস্টিং করা হয়। লোকজন আমার স্বভাব-প্রতিক্রিয়াকে ভয় পায়। এবং তারা সকলেই একটি নির্দিষ্ট দলের সঙ্গে যুক্ত। আমার সঙ্গে কাজ করলে তারা সেই দল থেকে বাদ পড়বে কিংবা তাকে বয়কট করা হবে এই ভয়ই গ্রাস করে তাদের।” শুধু সিনেমাই নয়, প্রমোশন চলাকালীনও যদি কেউ কঙ্গনার সঙ্গে দেখে নেয় তবে ঘোরতর সমস্যায় পড়বেন – এমন স্বীকারোক্তিও শুনেছিলেন তিনি।

এখানেই শেষ নয়। সহ অভিনেতা অর্জুন রামপালের ( Arjun Rampal ) প্রশংসায় পঞ্চমুখ কঙ্গনা। বললেন, “উনি আমার সঙ্গে কাজ করতে চেয়েছিলেন। উনার বয়কট হওয়ার কোনও ভয় ছিল না। তিনি যথেষ্ট সক্রিয় ছিলেন এই বিষয়ে। ওঁর সিনেমার পরখ রয়েছে। আমার চরিত্রের বিষয়েও দারুণ কিছু ধারণা দিয়েছিলেন তিনি।”

বলিউডের কোনও অনুষ্ঠান অথবা অ্যাওয়ার্ড ফাংশান, পার্টিতে তাকে দেখা যায় না। তবে সলমনের বোন অর্পিতার ঈদ পার্টিতে হাজির থেকেই সবাইকে তাক লাগিয়েছিলেন অভিনেত্রী। আপাতত সামনে তার সিনেঝুলিতে রয়েছে নানান সব সিনেমা, তার মধ্যে ‘টিকু ওয়েডস শেরু’, ‘তেজাস’, ‘সিতা’ এবং অন্যান্য।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kangana ranaut spoken about bolly celebs said they didnt want to work with me