Advertisment

'মহাভারত থেকেই অনুপ্রাণিত Avengers', কঙ্গনার মন্তব্যে শোরগোল নেটদুনিয়ায়

'আয়রন ম্যান' থেকে 'থর', তুলনা টানলেন সকলের

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kangana - avengers

তাঁর এহেন মন্তব্যে অবাক সকলেই

হলিউডের অভ্যেঞ্জারস নাকি ভারতের বেদের অনুকরণ! অভিনেত্রী কঙ্গনা রানাউতের ( Kangana Ranaut ) মন্তব্য ঘিরে তোলপাড় নেট দুনিয়া। আয়রন ম্যান থেকে থর, মহাভারতের সঙ্গে তুলনা টেনেই ফের শিরোনামে কঙ্গনা।

Advertisment

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, "হলিউডের সুপার হিরো কনসেপ্ট ভারতের পুরাণ, বেদ, এমনকি মহাভারতের অনুকরণ। যেমন ধরুন, আয়রন ম্যানের অস্ত্রের সঙ্গে মিল রয়েছে মহাবীর কর্ণের অস্ত্রের। আবার থর এর হাতুড়ির সঙ্গে মিল পাওয়া যায় হনুমানের গদার। পাশ্চাত্যের সিনেমা আমাদের পুরাণ, ইতিহাসকে নকল করেই চলছে। সুপারহিরোর ভিজুয়্যাল একেবারেই অন্যরকম তবে এগুলি অনুপ্রাণিত আমাদের বেদ থেকেই।"

কঙ্গনার বক্তব্য, এগুলি একটাও মিথ্যে কথা নয়। হলিউডের সকলেই নাকি সম্পূর্ন বিষয়টি স্বীকারও করেছেন। পশ্চিম থেকে অনুপ্রাণিত হয়েই সিনেমা করতে হবে? কঙ্গনা বলেন, আমিও মৌলিক চিন্তাধারায় বিশ্বাসী, সেই ধরনের কিছু করতে চাই।

প্রসঙ্গত, আগামীতে 'ধাকড়' ছবিতে তাকে দেখা যাবে। এরকম অ্যাকশন চরিত্রে অভিনয় করার ইচ্ছে তার অনেকদিনই ছিল। অভিনেত্রীর বক্তব্য, নিজের অনেককিছুই পরিবর্তন করতে চাই! সবথেকে বেশি নিজেকে আজব উত্তর দেওয়ার থেকে বিরত রাখতে চাই।

hollywood avengers infinity war Kangana Ranaut Iron Man
Advertisment