'দিদি' মমতা বন্দ্যোপাধ্যায়কে 'রাবণ' আখ্যা! কঙ্গনা রানাউতের উপর বেজায় চটলেন জুন মালিয়া (June Malia)। অতঃপর ছেড়ে কথা বলার পাত্রী নন তিনিও। বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’কে একহাত নিয়ে তৃণমূলের তারকা বিধায়কের পরামর্শ, "কঙ্গনার এক্ষুণি একটা ভাল মনোরোগ বিশেষজ্ঞের কাছে যাওয়া উচিত!"
প্রসঙ্গত, বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) কুরুচিকর আক্রমণ করা তথা দাঙ্গার উসকানি দেওয়ার অভিযোগে অভিনেত্রী কঙ্গনার রানাউতের (Kangana Ranaut) টুইটার হ্যান্ডেল ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। এবার ‘কন্ট্রোভার্সি ক্যুইন’কে নিয়ে সপাট আক্রমণবাণ ছুঁড়লেন তৃণমূলের তারকা বিধায়ক জুন মালিয়া। দলনেত্রীর প্রতি এহেন আচরণ তাঁর না-পসন্দ। তাই উত্তর দিতেও ছাড়েননি জুন। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই বিষয়ে সুচারুভাষায় ক্ষোভ উগরে দিয়েছেন।
বিজেপির বিরুদ্ধে তৃণমূলের বিপুল জয়ের পর বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ মন্তব্য করেছিলেন, “বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতার সবথেকে বড় শক্তি।” এখানেই অবশ্য থেমে থাকেননি তিনি। তৃণমূল সুপ্রিমোকে ‘ভিলেন রাবণ’ আখ্যা দিয়ে রাহুল গান্ধীর সঙ্গেও তুলনা টেনেছেন।
২ মে অর্থাৎ রবিবার পশ্চিমবঙ্গ নির্বাচনের (West Bengal Assembly Election 2021) ফলাফলের পরই প্রকাশ্যে আসে তৃতীয়বারের জন্য সরকার গড়তে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যার জন্য জাতীয় স্তরের নেতা থেকে ভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীরা ‘বাঘিনী স্পিরিট’-এর জয়জয়-কার করেছেন। মোটেই হজম হয়নি কঙ্গনার। অতঃপর বাংলার বিধানসভা ভোট নিয়ে টুইটের বন্যা বইয়ে দিয়েছিলেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিয়ে শুভেচ্ছা জানিয়েও টুইট করেছিলেন স্বঘোষিত গেরুয়া সমর্থক অভিনেত্রী। লেখেন, “২০১৯-এ লোকসভা ভোটে ধাক্কা খাওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায় একজন বাঘিনীর মতোই লড়াই করেছেন এই বিধানসভা নির্বাচনে। স্বরাষ্ট্রমন্ত্রীর হেলিকপ্টার নামতে দেয়নি। সিএএ, এনআরসি আটকেছেন। মোদিকে খেলায় আহ্বান জানিয়েছেন। প্রকাশ্যেই শরণার্থীদের আশ্রয় দিয়েছেন, তাঁদের ভোটার কার্ড দিয়েছেন। গণতন্ত্র এখানে রসিকতা। তবু আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে স্যালুট জানাচ্ছি। কারণ যদি ভিলেন হতেই হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো হোন। রাবণের মতো লড়াই করুন। রাহুল গান্ধির (Rahul Gandhi) মত গোগো না হয়ে।”
এককথায়, বাংলায় মোদী-বাহিনীর বিরুদ্ধে তৃণমূলের (TMC) এহেন সাফল্য কঙ্গনা রানাউতের মাথাব্যাথার কারণ হয়ে উঠেছিল। অতঃপর পদ্ম শিবিরকে সমর্থন জানাতে গিয়ে বাংলার মানুষের মধ্যে বিভেদ তৈরির চেষ্টা চালাচ্ছিলেন বলিউড অভিনেত্রী, এমন অভিযোগ তুলেই সোমবার কলকাতা পুলিশে FIR দায়ের হয়েছিল কঙ্গনা রানাউতের বিরুদ্ধে। হাইকোর্টের আইনজীবী সুমিত চৌধুরী ই-মেল মারফত ‘ক্যুইন’ কঙ্গনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। যার জেরে টুইটার থেকে চিরতরের জন্য বিতারিত তিনি। এবার দলনেত্রীকে 'রাবণ' বলায় তাঁকে পাল্টা আক্রমণ করলেন মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়াও।