Advertisment

পর পর সিনেমার রিলিজ ডেট প্রকাশ্যে, তেলে-বেগুনে জ্বলে বলিউড নির্মাতাদের তোপ কঙ্গনার

বলিউড নিয়ে ফের বিস্ফোরক কঙ্গনা রানাউত।

author-image
IE Bangla Web Desk
New Update
Kangana Ranaut, plea against Kangana Ranaut, Kangana Ranaut social media post, Bollywood, SC, কঙ্গনা রানাউত, কঙ্গনার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা, কঙ্গনার সোশ্যাল মিডিয়া, bengali news today

কঙ্গনা রানাউত

"খেয়ে-দেয়ে কাজ নেই! সারা মাস ধরে ঘুমোচ্ছিল, এখন ঘুম ভেঙেছে। মূর্খের মতো এমনভাবে রিলিজ ডেট ঘোষণা করছে যে, মানুষের বোধহয় আর কোনও কাজ নেই ওদের জঘন্য সিনেমাগুলো দেখা ছাড়া…", বিস্ফোরক কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

Advertisment

প্রসঙ্গত, মহারাষ্ট্র সরকার সিনেমাহলের উপর বিধিনিষেধ হালকা করতেই নির্মাতারা একগুচ্ছ বলিউড সিনেমা রিলিজের ডেট ঘোষণা করেছেন। আগামী ২২ অক্টোবর থেকে পুরোপুরিভাবে খুলে যাচ্ছে প্রেক্ষাগৃহের দরজা। সলমন খান, শাহরুখ খান, রণবীর সিং থেকে রণবীর কাপুর মুক্তির তালিকায় কার নাম নেই? আর সেই প্রেক্ষিতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন কঙ্গনা রানাউত।

publive-image

উল্লেখ্য, দিন কয়েক আগে সেপ্টেম্বর মাসেই মুক্তি পেয়েছে কঙ্গনা অভিনীত 'থালাইভি'। অতিমারী আবহে প্রেক্ষাগৃহের ওপর কড়াকড়ি থাকায় ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পেয়েছে সেই ছবি। যাতে কিনা খুব একটা লক্ষ্মীলাভ করতে পারেননি কঙ্গনা।

publive-image

আর সেখানেই বেজায় চটে গিয়ে অভিনেত্রীর মন্তব্য, "আমাদের মতো মানুষদের জন্য এই একটা সিনেমা রিলিজের সুসময়, আমরা সাধারণত সোলো রিলিজ পাই না। বড় বড় প্রযোজনা সংস্থা আর ইন্ডাস্ট্রির মাফিয়াদের জন্য সিনেমাহলে খুব একটা শো-ও পাই না। আমাদের ভরসা বলতে একমাত্র ভাল কন্টেন্ট। এভাবেই এতদিন চালিয়ে এসেছি, আর এখানেও কিনা ভাগ বসাতে এসেছে বলিউড মাফিয়ারা।"

<আরও পড়ুন: অভিনেত্রী এবার গায়িকাও, বাপ্পিদা’র সঙ্গে পুজোর গান গাইলেন ঋতুপর্ণা>

publive-image

ইনস্টাগ্রাম স্টোরিতে একের পর এক পোস্ট দিয়ে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন অভিনেত্রী।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood Kangana Ranaut
Advertisment