/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/kangana.jpg)
এ কী করলেন কঙ্গনা?
গলায় ক্রস চিহ্ন, মাথায় ফেজ টুপি ... এ কোন রাহুল গান্ধী? কঙ্গনা রানাউত এ কাকে দেখালেন, যে অবাক হয়ে গেল গোটা নেটপাড়া? জাতিগত জনগণনা নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করেন কঙ্গনা, কিন্তু...
রাহুল গান্ধীর এই বিকৃত ছবি দেখাতে গিয়ে নিজেই ট্রোল হলেন কঙ্গনা। অভিনেত্রী, রাহুলের যে ছবিটা শেয়ার করেছিলেন তাতে দেখা যাচ্ছে, কপালে তিলক, মাথায় ফেজ টুপি, আর গলায় ক্রস রয়েছে তাঁর। রাহুল গান্ধীর এই ছবি ভাইরাল করেছেন কঙ্গনা খোদ। কিন্তু এরপর করেন অন্যান্যরা। কারণ কঙ্গনা এখন পাশাপাশি রাজনীতিবিদও।
অভিনেত্রী রাহুলের এই ছবি শেয়ার করে লিখেছিলেন, তিনি জাতিজিবি। যিনি চান কারোর জাত না জিজ্ঞাসা করেই জাতিগত গণনা করা হোক। আর অভিনীত এই পোস্ট দেখার পরে বেজায় রেগেছেন রাহুল গান্ধী সমর্থকরা। রাজনীতিবিদদের মধ্যে মাঝেমধ্যেই বাকবিতণ্ডা চলতে থাকে, কিন্তু কঙ্গনার এই আচরণ মোটেই পছন্দ হয়নি কারওর।
আরও পড়ুন - Rishi Kaushik: ‘বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই…’, বিচ্ছেদের গুঞ্জন আরও স্পষ্ট করলেন ঋষি?
তারা কঙ্গনার বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। কেউ লিখেছেন, কঙ্গনা আপনার লজ্জা হওয়া উচিত। জানিনা আপনার বাবা-মা আপনাকে কি শিক্ষা দিয়েছে। আপনার বিরুদ্ধে বিচার করা উচিত। আবার কেউ বললেন, একজন মানসিকভাবে অসুস্থ রুগীর থেকে এটাই আশা করা যায়। আবার কেউ বললেন কঙ্গনাকে একটু মোরাল সায়েন্সের ক্লাসে পাঠানো হোক।
Shame on Kangana Ranaut 👎👎👎
What kind of manners your parents gave you.
Please @INCIndia take action.@TeamSaathpic.twitter.com/WW4oIsHE0O— Mr Yuuto (@MrYuuto7) August 3, 2024
উল্লেখ্য রাজনীতির ময়দানে পা দেওয়ার আগে, অভিনেত্রী অভিনয় ছাড়াও প্রযোজক হিসেবেও বহু ছবিতে থেকেছেন। কিন্তু আসন্ন ছবি ইমারজেন্সিতে তিনি পরিচালক হিসেবেও থাকছেন। এটি ইন্দিরা গান্ধীর জীবনভিত্তিক একটি ছবি। কঙ্গনা প্রাক্তন প্রধানমন্ত্রী ভূমিকায় অভিনয় করেছেন এই ছবিতে। এবং তিনি জানিয়ে দিয়েছিলেন, লোকসভা নির্বাচনে বিজয় পাওয়ার পরেই সিনেমার পরবর্তী দিকে তিনি নজর দেবেন। আবার একটি সাক্ষাৎকারে এমনও জানিয়েছিলেন, লোকসভায় যদি তিনি জিতে যান, তবে অভিনয় ছেড়েও দিতে পারেন।
যদিও বা কঙ্গনার শেষ কিছু ছবি, মোটেই খুব একটা লাভজনক ব্যবসা দেয়নি। ধকর হোক কিংবা তেজাস, কঙ্গনা জানিয়েছিলেন বিরাট টাকার দেনাও হয়ে গেছিল তার।