লকডাউনের সময় থেকেই হিমাচল প্রদেশের মানালিতে রয়েছেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)। সেখানেই দীর্ঘ কয়েক মাস ধরে নিজের পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাচ্ছেন। ওদিকে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই মানালির বাড়িতে বসে কখনও বলিউড ইন্ডাস্ট্রির দিকে তোপ ছুঁড়ে দিয়েছেন, তো আবার কখনও বা মহারাষ্ট্র থেকে দিল্লির রাজনৈতিক নেতা-মন্ত্রীদের উদ্দেশে বাক্যবাণ ছাড়তেও পিছপা হননি। বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ তিনি। অভিনেত্রীকে নিয়ে বিতর্কও কম হয়নি। আর তাঁকে নিয়ে গোটা দেশে যখন শোরগোল তখন সেই কঙ্গনাকেই কিনা বিশেষ সম্মানে সম্মানিত করলেন খোদ নলগড়ের মহারাজা।
নলগড়ের মহারাজা বিজয়েন্দ্র সিং সম্প্রতি কঙ্গনার জন্য এক পার্টির আয়োজন করেন। অভিনেত্রীর সম্মানে আয়োজিত সেই নৈশভোজে নাকি এলাহি আয়োজন ছিল। আর সেখানেই সপরিবারের আমন্ত্রণ জানান মানালি-কন্যা কঙ্গনাকে। সূত্রের খবর, মান্ডির বাড়িতে থাকাকালীনই অভিনেত্রীর জন্য এলাহি নৈশভোজের আয়োজন করেন নলগড়ের মহারাজা।
বিজয়েন্দ্র সিংয়ের বাড়িতেই আয়োজন হয় পার্টির। যেখানে কঙ্গনাকে দেখা যায় তাঁর দিদি রঙ্গোলি চান্দেল এবং গোটা টিমের সঙ্গে হাজির হতে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে অভিনেত্রী নিজে ধন্যবাদ জানিয়েছেন নলগড়ের মহারাজাকে। রঙ্গোলিও সেই রাতের ছবি পোস্ট করেছেন টুইটারে। ধূসর রঙের শীতপোশাকে দিব্যি মানিয়েছে কঙ্গনাকে। ভাইরাল সেসব ছবিতে ক্যাম্প-ফায়ারের সামনে বসে মহারাজা এবং তাঁর পরিবারের সকলের সঙ্গে খোশ মেজাজে আড্ডা দিতেও দেখা যায় অভিনেত্রীকে।
Life mein kuch bhi hone ka ….. remember one thing style mein rehne ka …. bheedu attitude ❤️ pic.twitter.com/4GKVMt9qJz
— Kangana Ranaut (@KanganaTeam) November 5, 2020
Get all the Latest Bengali News and West Bengal News at Indian Express Bangla. You can also catch all the Entertainment News in Bangla by following us on Twitter and Facebook
Web Title:
'ভোটে অনাচার হলেই অপসারণ', রাজ্য পুলিশ-প্রশাসনকে কড়া বার্তা নির্বাচন কমিশনের
'আমরাই খাওয়াব, বানিয়ে দেব ঘর', বাগবাজার বস্তিবাসীদের বরাভয় মমতার
মাথায় ক্ষতচিহ্ন, বাথটবে রক্তাক্ত পরিণীতি, প্রকাশ্যে 'দ্য গার্ল অন দ্য ট্রেন'-এর টিজার
মেয়েদের বিয়ের বয়স নিয়ে বিতর্কিত মন্তব্য, শিশুসুরক্ষা কমিশনের নোটিস কংগ্রেস নেতাকে
ধোনি, রায়না, বিরাট সবারই কন্যাসন্তান, 'এ তো ভবিষ্যতের মহিলা ক্রিকেট টিম', বলছেন অমিতাভ
১৬ জানুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন! শতাব্দী রায়ের ফ্যান ক্লাবের পোস্ট ঘিরে জল্পনা
ফোনে আড়ি পাতা হচ্ছে দাবি শোভনের, 'ভিত্তিহীন' অভিযোগ বলে ওড়াল তৃণমূল