/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/01/kangana1.jpg)
Bollywood- কঙ্গনার বড় দাবি ছবিঃ ইনস্টা
অবশেষে রটনা সত্যি হল। বিজেপির হয়ে যোগ দিলেন কঙ্গনা রানাওয়াত। নিজেই ফেসবুক জাহির করে জানালেন অভিনেত্রী। কী লিখলেন তিনি?
গুঞ্জন অনেকদিন ধরেই ছিল যে তিনি ভারতীয় জনতা পার্টির হয়ে তিনি দাঁড়াতে পারেন। আর এবার সেই ঘটনায় সত্যি হল। অভিনেত্রী বিজেপির হয়ে নিজের জন্মস্থান থেকেই দাঁড়ালেন তিনি। সোশ্যাল মিডিয়ায় জানালেন, তিনি কেন্দ্রীয় শাসক দলের হয়ে লোকসভা নির্বাচনে দাঁড়াচ্ছেন।
অভিনেত্রী লিখলেন, "ভারতীয় জনতা পার্টি সবসময় আমার সাপোর্ট পেয়েছিল। এবার তারা আমায় আমার জন্মস্থান থেকেই নিজেদের প্রার্থী হিসেবে ঘোষণা করল। আমি হিমাচল থেকে দাঁড়াচ্ছি। সরকারের এই নির্দেশকে আমি সমর্থন করি।"
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/03/kangana.jpg)
মান্ডি কন্সটিটুইয়েন্সি থেকে প্রার্থী হচ্ছেন কঙ্গনা। অভিনেত্রী আরও জানালেন, "আমি খুশি এবং গর্বিত যে অফিসিয়ালি এই দল আমি জয়েন করতে পেরেছি। আমি চেষ্টা করব যেন একজন ভাল নেতা, কর্মযোদ্ধা এবং জনগণের সেবক হতে পারি।"
উল্লেখ্য, বহুবছর আগেই কপিল শর্মা তাঁর শোয়ে কঙ্গনাকে রাজনীতিতে আসার প্রসঙ্গে জিজ্ঞেস করতেই তিনি গোটা বিষয় এড়িয়ে যান। এমনও বলেছিলেন, এখনই ভাবনা-চিন্তা তাঁর নেই। তবে, এবার নির্বাচনের আগেই বড় কথা ঘোষণা করলেন তিনি।