scorecardresearch

‘৬ কোটি টাকা ফেরত দিন, নইলে কোর্টে দেখে নেব..’, লোকসানে ডুবন্ত কঙ্গনাকে হুমকি!

বক্সঅফিসে মন্দা বাজারের পর এবার আইনি জটিলতায় জেরবার..!

kangana ranaut, kangana ranaut bollywood, bolly world, kangana, kangana ranaut news, thalaivi, কঙ্গনা রানাউত, বলিউডের খবর
কঙ্গনা রানাউত

‘ধাকড়’-এর ভরাডুবি আগেই হয়েছে। ডাহা সুপারফ্লপ মার্কশিট নিয়ে বলিউডের অন্যা তারকাদের ছবির ব্যবসাকে বিঁধতে ছাড়েননি কঙ্গনা রানাউত। এবার ফের আইনি হুমকির মুখে অভিনেত্রী।

অতিমারী উত্তর পর্বে ২০২১ সালে মুক্তি পেয়েছিল কঙ্গনা রানাউতের বহু প্রতীক্ষিত চ্যালেঞ্জিং সিনেমা ‘থালাইভি’। তামিলনাড়ুর প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার ভূমিকায় অভিনয় করে সিনেসমালোচকদের প্রশংসা কুড়লেও, অতিমারীর ভয়ে দর্শকরা কিন্তু সেরকম ভিড় জমাননি প্রেক্ষাগৃহে এই সিনেমা দেখতে। যার জেরে বক্সঅফিসে ভরাডুবি হয়েছে কঙ্গনার ‘থালাইভি’র।

বিগ বাজেট সিনেমা গোটে দেশে আয় করেছে মাত্র ১.৪৬ কোটির মতো, অন্যদিকে গোটা বিশ্বে ‘থালাইভি’র বক্সঅফিস উপার্জন সবমিলিয়ে মোটে ৪ কোটি। অতঃপর লাভের মুখ দেখা তো দূরঅস্ত! নির্মাতারা যে এক্কেবারে লোকসানে ডুবেছেন, তা বলাই বাহুল্য। এবার শোনা গেল, ছবির ডিস্ট্রিবিউটারের সঙ্গে প্রযোজনা সংস্থার আইনি ঝামেলার কথা।

[আরও পড়ুন: ‘কালো টাকায় সিনেমা.. দু-চারটে ছুটকো ঘটনায় টলিউড কলুষিত হয় না!’ বিস্ফোরক ঋত্বিক]

জি স্টুডিও ছিল ‘থালাইভি’র ডিস্ট্রিবিউটার, লোকসানের জেরে নির্মাতাদের কাছে ৬ কোটি টাকা দাবি করে বসে তারা। তবে গত ২ বছর ধরে হাজার ফোন করে কিংবা ই-মেল মারফৎ যোগাযোগ করেও কোনও লাভ হয়নি! টাকা ফেরত পায়নি ডিস্ট্রিবিউটের দায়িত্বে থাকা জি স্টুডিও। এবার আইনি পথে হাঁটার হুমকি দিল তারা।

প্রসঙ্গত, ‘থালাইভি’র পর কঙ্গনা রানাউত অভিনীত ‘ধাকড়’ও বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে। অতঃপর অভিনেত্রীর বক্সঅফিস ভাগ্যে যে মন্দা চলছে, তা বলাই বাহুল্য। এরপর কঙ্গনাকে ইন্দিরা গান্ধীর চরিত্রে ‘এমার্জেন্সি’তে দেখা যাবে। ঝুলিতে রয়েছে দক্ষিণী ছবি ‘চন্দ্রমুখী ২’-ও।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kangana ranauts thalaivii film distributor demands refund of rs 6 crore