পাঠান সাফল্য পেতেই বক্স অফিস কালেকসন নিয়ে হিসাব করতে বসলেন কঙ্গনা রানাউত। এর আগেও অবশ্য অভিনেত্রী ব্রহ্মাস্ত্র ছবির বক্স অফিস রেকর্ড নিয়েও নানান মন্তব্য করেছিলেন। তাঁর কথায় শিল্পের সঙ্গে পয়সা জুড়ে গেছে শেষ দশক থেকে।
কঙ্গনার টুইটার অ্যাকাউন্ট ফেরার পর থেকেই আবারও নিজের মতামত রাখতে শুরু করেছেন তিনি। শুধু তাই নয়, নিজের ছবি এমারজেন্সির পার্টিতে কঙ্গনা জানান, 'পাঠানে'র মত ছবির বক্স অফিসে রেকর্ড রাখা উচিত। অভিনেত্রী বললেন, "পাঠান ভাল ফল করেছে, আমার মনে হয় এটা হওয়াও উচিত। এতে করে, যারা হিন্দি সিনেমার মানুষ, পিছিয়ে পড়েছেন তাদের অনেকটা সুরাহা হবে। সকলেই চেষ্টা করছেন নিজেদের সাধ্যমত"। বিরাট বাজেটের ছবি 'পাঠান', বলিউডের সাফল্য ফিরিয়ে আনতে এই দিকেই তাকিয়ে ছিলেন সকলে। তবে, এই মন্তব্যের কিছুসময় আগেই বলিউড এবং টাকার হিসেবকে নিয়ে কাঁটাছেড়া করেন কঙ্গনা।
আরও পড়ুন < বক্স অফিসের রেকর্ড ভেঙে চুরমার! প্রথম দিনেই হাইজাম্প শাহরুখের ‘পাঠানের’ >
বক্স অফিসে কোন ছবি কত টাকা আয় করল, এই নিয়েই এখন সবথেকে বেশি শোরগোল। সিনেমার কনটেন্ট নিয়ে কোনও প্রশ্ন নেই, শুধু ১০০ কোটি নাকি ৫০০ কোটির ব্যবসা করল কোনও ছবি সেই নিয়েই প্রযোজকদের মাথাব্যথা। এর আগেও ভাল সিনেমা তৈরি হয়েছে, যা এখনও মানুষের মনে গেঁথে রয়েছে। ভাল সিনেমা তৈরি সঙ্গেই শুধুই টাকার অঙ্ক কেন? প্রশ্ন তুলেছিলেন কঙ্গনা। টুইটারে পোস্ট করে লিখলেন...
"সিনেমার সঙ্গে টাকার অঙ্কের হিসেব জুড়েছে আজ শেষ দশক ধরে। বেশ কিছু দুর্দান্ত ক্লাসিক ছবি বলিউডে রয়েছে কিন্তু, এমন কোনও কিছুই তখন আমরা দেখিনি, যে প্রতি সপ্তাহের শেষে একটা বিরাট টাকার অঙ্ক তাঁর সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে। আমি 'গ্যাংস্টার' করেছিলাম, বলা হয়েছিল ছবিটা হিট। কিন্তু কত টাকা ব্যবসা করেছে সেসব কেউ কিছুই বলেই নি। ২০১২ সাল থেকে এই কোটি টাকার ব্যবসার হিসেবটা শুনতে শুরু করেছি। যখন 'কুইন' চলছিল, জেনেছিলাম ৮৫ কোটির ব্যবসা করেছে এই ছবি। যেহেতু ১০০ কোটি করেনি তাই অতটা হেলদোল ছিল না কারওর। সময়ের সঙ্গে সঙ্গেই বড় প্রযোজনা সংস্থাগুলি, ওয়েবসাইটকে নকল অঙ্কের হিসেব লিখতে বাধ্য করে। নিজেরাই টিকিট কিনে দেওয়ার ব্যবস্থা করে। সবটাই একটা মিথ্যে।"
এখানেই শেষ নয়, কঙ্গনা আরও বললেন, "যখন কোনও ছবি ভাল টাকা আয় করে তখন উচিত পরবর্তীতে আরও ভাল ছবি বানানো। চলচ্চিত্রের ক্ষেত্রে কোনও কৌশলের দরকার নেই"। 'পাঠান' ছবির সাফল্য এবং বক্স অফিস রেকর্ডকে ইঙ্গিত করেই নিজের ধারণা রেখেছেন কঙ্গনা। যদিও প্রথম দিনেই এই ছবি টেক্কা দিয়েছে বলিউডের নানান ছবি তথা দক্ষিণের ছবিকেও। আজ ১০০ কোটির ব্যবসা করতে পারে 'পাঠান', এমন দাবি করছেন বেশিরভাগ।