‘করবা চৌথে যারা উপোস করেন, তাঁদের নিয়ে মস্করা করবেন না’, ইনস্টা স্টোরিতে আবেগঘন কঙ্গনা

Kangna Ranaut: ‘আমার বেশ মনে আছে ঠাকুমা, মা এবং কাকিমা-সহ পরিবারের অন্য মহিলারা করবা চৌথে উপোস করতেন। হাতে মেহেন্দি লাগাতেন, নখে কারুকাজ করতেন।'

Kangna Ranaut: ‘আমার বেশ মনে আছে ঠাকুমা, মা এবং কাকিমা-সহ পরিবারের অন্য মহিলারা করবা চৌথে উপোস করতেন। হাতে মেহেন্দি লাগাতেন, নখে কারুকাজ করতেন।'

author-image
IE Bangla Entertainment Desk
New Update
শিবরাত্রিতে সাধারণ নাগরিকের সঙ্গে মিশে গিয়ে নাচলেন কঙ্গনা, দেখুন

কঙ্গনা রানাউত

Kangna Ranaut: করবা চৌথে স্মৃতিমেদুর কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রামে লিখলেন তাঁর শৈশবের কথা। পাশাপাশি এদিন যারা উপবাস করছেন, তাঁদের নিয়ে হাসাহাসি না করতেও অনুরোধ করেন অভিনেত্রী। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা লেখেন, ‘আমার বেশ মনে আছে ঠাকুমা, মা এবং কাকিমা-সহ পরিবারের অন্য মহিলারা করবা চৌথে উপোস করতেন। হাতে মেহেন্দি লাগাতেন, নখে কারুকাজ করতেন। বধূবেশে সেজে নাচগান করতেন। তাঁদের দেখে বাড়ির পুরুষেরা হাসাহাসি করতেন। স্বামীকে, ভগবান মেনে পুজোয় হাসিঠাট্টা হত পরিবারে। তবে করবা চৌথে মহিলারা রান্নাঘরে ঢুকতেন না। তাই অন্যদেরও উপোস করে থাকতে হত। কিন্তু সম্পর্কের টান আরও গভীর হত, পারিবারিক বিভেদ এই একদিনে মুছে যেত। চাঁদ কেন দেখা যাচ্ছে না, আর কতক্ষণ না খেয়ে থাকতে হবে? এসব নিয়ে পরিবারের সদস্যরা হাসিঠাট্টায় মেতে থাকতেন।‘

Advertisment

তিনি লেখেন, ‘সেসব দিনের কথা আমার ভালোই মনে আছে। তাই আজ যারা করবা চৌথ পালন করছেন তাঁদের শুভেচ্ছা। যারা উপবাস করেছেন, দয়া করে তাঁদের নিয়ে হাসিমস্করা করবেন না।‘

এদিকে, শুটিংয়ের সময় খেলনা বন্দুক ভেবে গুলি চালিয়েছিলেন অ্যালেক বাল্ডউইন (Alec Baldwin)। কে জানত যে সেটা নকল বন্দুক নয়! এক্কেবারে আসল। আর তাতেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সিনেম্যাটোগ্রাফারের। গুরুতর জখম হন পরিচালক নিজেও। ‘রাস্ট’ নামক ছবির সেটে সেই মর্মান্তিক দুর্ঘটনায় শোকের ছায়া পাশ্চাত্যের সিনে ইন্ডাস্ট্রিতে। এবার সেই ঘটনার অনুসরণ করেই ফের বিস্ফোরক এক মন্তব্য করে বসলেন কঙ্গনা রানাউত (Kangana Ranaut)।

Advertisment

ইনস্টাগ্রাম স্টোরিতে কঙ্গনা রানাউতের মন্তব্য, “ছবির সেটে দু’জনের গুলি লেগেছে। তাঁদের মধ্যে একজন ঘটনাস্থলেই নিহত। অন্য অভিনেতাদের মতো আমিও অসংখ্য দুর্ঘটনার মুখোমুখি হয়েছি। একাধিকবার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আর বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়েছে অন্যকারো অসাবধানতার জন্য। প্রত্যেকবছর বহু স্টান্টম্যান কিংবা অভিনেতাদের মৃত্যু ঘটে এই কারণে। এটা মারাত্মক একটা ভুল। আর ভারতীয় সিনেমার সেটে তো এই ধরণের অ্যাকশন দৃশ্য শুট করার পদ্ধতি আরও আদিম।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Kangna Ranaut Instagram Story Karwa Chauth