Kankana Sen Sharma: গর্ভে সন্তান থাকা অবস্থায় বিয়ে, বিচ্ছেদের পর আবার প্রেম করছেন অপর্ণার মেয়ে কঙ্কনা!

Kankana dating bollywood actor: ধর্মনিরপেক্ষ তারকার সঙ্গে প্রেম করছেন কঙ্কনা! সঠিক সিদ্ধান্ত নিলেন না তো?

Kankana dating bollywood actor: ধর্মনিরপেক্ষ তারকার সঙ্গে প্রেম করছেন কঙ্কনা! সঠিক সিদ্ধান্ত নিলেন না তো?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kankana sen sharma, kankana ranvir shorey, kankana dating bollywood, kankana and ranvir shorey, kankana ranvir, kankana ranvir news, kankana sen sharma bollywood news, kankana bollywood update, কঙ্কনা সেন শর্মা, কঙ্কনার প্রেমের খবর

kankana dating - প্রেম করছেন কঙ্গনা?

Kankana Sen sharma Dating Rumor: কঙ্কনা সেন শর্মা এবং রণবীর শোরের ( Ranvir Shorey ) যে সন্তান রয়েছে সেকথা অনেকেই জানত না। এমনকি, তারা যে বিবাহিত এই খবরও ছিল না অনেকের কাছেই। কিন্তু, সেসব এখন অতীত। বিচ্ছেদ হয়ে গিয়েছে দুজনের বছর চারেক আগে। মাঝেমধ্যেই ছেলের জন্য তারা একসঙ্গে সময় কাটান।

Advertisment

আর এবার, নতুন খবর নাকি কঙ্কনা ( Kankana Sen  Sharma ) ফের প্রেমে পড়েছেন? অপর্ণা সেনের ( Aparna Sen ) মেয়ে হিসেবে তাঁর বেশ খ্যাতি। বাংলার বুকে তো বটেই তিনি বলিউডে বেশ জনপ্রিয়। বিচ্ছেদের চার বছর পর তিনি নাকি নতুন সম্পর্কে জড়িয়েছেন। কানাঘুষো, খবর রটেছে তেমনই। আর, মজার কথা তেমনই কঙ্গনার প্রাক্তন রণবীর তেমন কিছুই ইঙ্গিত দিয়েছেন। অভিনেতা অমল পরাশরকে ডেট করছেন তিনি?

টুইটারে বিখ্যাত একটি প্যারোডি পেজ থেকেই শেয়ার করা হয়েছিল এমন খবর। যেখানে লেখা, মোদী ভক্ত রণবীরকে ছেড়ে দিয়ে কঙ্গনা অমলকে ডেট করছেন। এর থেকে ভাল খবর আর হতে পারে? একদম সঠিক সিদ্ধান্ত। এমনকি এই বিষয়কে সহমত জানিয়েছেন রণবীর নিজেও।

Advertisment

কিন্তু খবর কি আসলে ঠিক?

দুজনে এই বিষয়ে কোনও ইঙ্গিত না দিলেও কাছের মানুষরা এমনটা ধরে নিয়েছেন। আর ভক্তরা বেশ আশাবাদী এই সম্পর্ক নিয়ে। অমল রেডি টু মিঙ্গেল, টিভিএফ ট্রিপলিং , সর্দার উধম ছবিতে অভিনয় করেছেন। বেশ জনপ্রিয় তিনি।

রনবীর এবং কঙ্কনার ডিভোর্স :-

অভিনেত্রী রণবীর শোরের সঙ্গে একটি ছবিতে কাজ করেন। তারপরই সম্পর্ক অন্যদিকে মোড় নেয়। একদম লুকিয়ে তাঁদের প্রেম, তারপরই বিয়ে। আর বিয়ের ছয় মাসের মধ্যে তিনি সন্তানের জন্ম দেন। কিন্তু, ঝামেলা শুরু হয় এরপরই। ফলেই বিচ্ছেদের ঘোষণা করেন তারা।

bollywood Entertainment News