মঙ্গলবার সকাল ৯:৩০ মিনিটে বেঙ্গালুরুর কুমারস্বামী লেআউটের অ্যাপোলো হাসপাতালে প্রয়াত হলেন কন্নড় চলচ্চিত্র জগতের অভিনেতা সন্তোষ বলরাজ। সন্তোষ বলরাজ ছিলেন বিখ্যাত চলচ্চিত্র প্রযোজক আনেকাল বলরাজের পুত্র, যিনি ২০০৩ সালের সুপারহিট ছবি ‘কারিয়া’ প্রযোজনা করেছিলেন। সেই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন দর্শন।
দ্য উইক সূত্রে জানা গেছে, প্রায় এক মাস আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। চিকিৎসার মাঝেই অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হতে শুরু করে এবং অবশেষে কোমায় চলে যান সন্তোষ।
সন্তোষ বলরাজ কে ছিলেন?
মাত্র ৩৪ বছর বয়সেই লিভার ও কিডনির জটিলতা এবং গুরুতর জন্ডিসে আক্রান্ত হয়ে প্রাণ হারান তিনি। আনেকাল বলরাজ ২০২২ সালে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। বাবার মৃত্যুর পর সন্তোষ অবিবাহিতই ছিলেন এবং মায়ের সঙ্গে বসবাস করতেন।
/indian-express-bangla/media/post_attachments/2025/08/santosh-147948.jpg?w=640)
চলচ্চিত্র জীবন:
সন্তোষ, ২০০৯ সালে ‘কেম্পা’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর তিনি ‘ওলাভিনা ওলে’ (২০১২) এবং ‘জনমা’ (২০১৩)-তে অভিনয় করেন। বিশেষ করে ‘ওলাভিনা ওলে’ ছবিতে অনার কিলিংয়ের মতো সংবেদনশীল বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি গল্পে, নেহা পাতিলের বিপরীতে অভিনয় করে প্রশংসা অর্জন করেন।
তবে, সন্তোষের ক্যারিয়ারে উল্লেখযোগ্য মোড় আসে ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘গণপা’ ছবির মাধ্যমে। প্রভু শ্রীনিবাস পরিচালিত সেই ছবিটি। এই ছবির সঙ্গে, তার বাবার প্রযোজিত ‘কারিয়া’ ছবির গল্পের কিছুটা সাদৃশ্যপূর্ণ ছিল। গণপা বক্স অফিসে সাফল্য পায় এবং দর্শকদের মধ্যে বেশ সাড়া ফেলেছিল। অল্পবয়সে সন্তোষের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রি।