/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/08/KGF-2.jpg)
অবশেষে মুক্তির পথে কন্নড় সুপারস্টার যশের ছবি ‘কেজিএফ ২’।
KGF 2: সহজ কথায়, 'দিল থাম কে বেঠিয়ে'! অবশেষে মুক্তির পথে কন্নড় সুপারস্টার যশের ছবি ‘কেজিএফ ২’। বহুদিন ধরেই অনুরাগীদের উৎসাহ এবং জল্পনা কল্পনার অবসান ঘটতে চলেছে।
২০১৮-তে কেজিএফ মুক্তি পাওয়ার পর থেকেই পরের অংশের জন্য দিন গুনছেন প্রত্যেক সিনেমাপ্রেমী তো বটেই, তার সঙ্গে দক্ষিণী সিনেমার ভক্তরাও। গত বছর থেকে ছবির মুক্তির অপেক্ষায় ঠায় বসে সকলেই! এবার জল্পনার অবসান করলেন অভিনেতা যশ নিজেই। টুইটারের মাধ্যমে সুখবর জানান অনুরাগীদের।
লেখেন, "অনিশ্চিয়তা সত্বেও বিলম্বিত সমাধান কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী আমরা সফল। কেজিএফ আসছে ১৪ ই এপ্রিল, ২০২২।" সংযুক্ত করেছেন সিনেমার সঙ্গে জড়িত সকল মানুষকে। উল্লেখ্য, যশ নিজেই আগে জানিয়েছেন, এটি কেজিএফ প্রথম অংশের সিকোয়েল।
The uncertainties of today will only delay our resolve, but the eventuality is as promised. We will be out in theaters on April 14th 2022. #KGF2onApr14@TheNameIsYash@prashanth_neel@hombalefilms@VKiragandur@HombaleGroup@TandonRaveena@SrinidhiShetty7@JoinPrakashRajpic.twitter.com/hHeVE7bndJ
— Sanjay Dutt (@duttsanjay) August 22, 2021
সিনেমায় এক মুখ্য ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকেও! দক্ষিণী ছবিতে অভিষেক হবে তাঁর। অভিনয় করেছেন ভিলেন অধীরার চরিত্রে। বাদ থাকেননি তিনিও! নিজের টুইটারে ছবি রিলিজের সম্পর্কে তিনিও বার্তা দিয়েছেন। আগের বারের মতোই এবারও পরিচালনায় প্রশান্ত নীল। শুধু তাই নয়, এবার স্ক্রিপ্টও লিখেছেন তিনি।
The uncertainties of today will only delay our resolve, but the eventuality is as promised. We will be out in theaters on April 14th 2022. #KGF2onApr14@TheNameIsYash@prashanth_neel@hombalefilms@VKiragandur@HombaleGroup@TandonRaveena@SrinidhiShetty7@JoinPrakashRajpic.twitter.com/hHeVE7bndJ
— Sanjay Dutt (@duttsanjay) August 22, 2021
KGF 2 কন্নড়, তেলুগু, তামিল, মালয়ালম এবং হিন্দি-সহ একাধিক ভাষায় মুক্তি পাবে। এছাড়াও সিনেমায় রবিনা ট্যান্ডন, শ্রীনিধি শেট্টির মতো তারকাদের দেখা যাবে নানান চরিত্রে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন