Kantara Chapter 1 vs Chhava: দ্বিতীয় সপ্তাহেও দাপট ‘কান্তারা চ্যাপ্টার ১’-এর, টেক্কা দিল ভিকির 'ছাভা'-কেও!

ঋষভ শেঠির পরিচালিত ২০২২ সালের ব্লকবাস্টার কান্তারা-র প্রিকুয়েল হিসেবে তৈরি কান্তারা: চ্যাপ্টার 1-এ অভিনয় করেছেন জয়রাম, রুক্মিণী বসন্ত ও গুলশান দেভাইয়া। ছবিটি হোম্বালে ফিল্মসের ব্যানারে বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া প্রযোজিত।

ঋষভ শেঠির পরিচালিত ২০২২ সালের ব্লকবাস্টার কান্তারা-র প্রিকুয়েল হিসেবে তৈরি কান্তারা: চ্যাপ্টার 1-এ অভিনয় করেছেন জয়রাম, রুক্মিণী বসন্ত ও গুলশান দেভাইয়া। ছবিটি হোম্বালে ফিল্মসের ব্যানারে বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া প্রযোজিত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kan

কে এগিয়ে গেল?

Kantara Chapter 1 box office collection: আট মাস ধরে ২০২৫ সালের সর্বাধিক উপার্জনকারী ভারতীয় ছবির তকমা ধরে রেখেছিল ভিকি কৌশল অভিনীত ছাভা। তবে এবার যা আন্দাজ করা হচ্ছে পরিচালক ঋষভ শেঠির কান্তারা: চ্যাপ্টার ১ সেই স্থানটি কেড়ে নিতে চলেছে। যদিও দেশীয় বাজারে ছাভা-র দৈনিক আয় কিছুটা বেশি, তবুও কান্তারা 2 আন্তর্জাতিক পরিসরে আরও শক্তিশালী পারফর্ম করছে এবং ইতিমধ্যেই বিদেশে ছাভা-র সম্পূর্ণ আয়ের চেয়ে বেশি রোজগার করেছে।

Advertisment

স্যাকনিলকের তথ্য অনুযায়ী, ছবিটি দ্বিতীয় সোমবারে ১৩.৫ কোটি ভারতের বক্স অফিসে আয় করেছে, ফলে ১২ দিনে এর মোট দেশীয় সংগ্রহ দাঁড়িয়েছে ৪৫১.৯০ কোটি। রবিবারের ৩৯.৭৫ কোটির তুলনায় এটি প্রায় ৬৬.০৪% কম হলেও সামগ্রিক পারফরম্যান্স শক্তিশালী। ভাষাভিত্তিক আয়ের হিসাবে- 

সংগীত হারালো এক অনন্য কণ্ঠ, অকাল প্রয়াণ গ্র্যামিজয়ীর

কন্নড় ও হিন্দি সংস্করণ প্রত্যেকে ৪.৭৫ কোটি,

তামিল ১.৫ কোটি,

তেলুগু ১.৩৫ কোটি,

এবং মালয়ালম ১.১৫ কোটি আয় করেছে।

বিশ্বব্যাপী কান্তারা ২-এর মোট আয় এখন ৬৩৫.৫ কোটি ছুঁয়েছে এবং খুব শীঘ্রই এটি ৭০০ কোটির মাইলফলক স্পর্শ করবে বলে আশা করা হচ্ছে। বিশেষভাবে, ছবিটির হিন্দি সংস্করণ একাই ১৫০.৬৭ কোটি সংগ্রহ করেছে। দ্বিতীয় সপ্তাহে কিছুটা কমেছিল (প্রায় ৩৭%) হলেও দর্শক আগ্রহ স্থিতিশীল রয়েছে। নির্মাতারা সপ্তাহের মাঝামাঝি টিকিটের দামে ছাড় ঘোষণা করেছেন, যা আয় বৃদ্ধিতে সহায়তা করছে।

Advertisment

Festival OTT Release: ওটিটিতে এবার হইচই, আলোর উৎসবের আগেই বড় ধামাকা, কোনটা ছেড়ে কোনটা দেখবেন?

কন্নড় অঞ্চলে সোমবার ছবিটির গড় দখল ছিল ৩৪.৮৬%, যেখানে সন্ধ্যা ও রাতের শো-গুলোতে দখল ৪৩% থেকে ৪৯% পর্যন্ত পৌঁছায়- যা স্থানীয় বাজারে ছবির জনপ্রিয়তার স্পষ্ট প্রমাণ। যদিও দেশীয় আয়ের দিক থেকে ছাভা এখনও এগিয়ে (৬০১.৫৪ কোটি), তবুও কান্তারা চ্যাপ্টার ১ বিদেশি বাজারে রেকর্ড গড়ছে। মাত্র ১২ দিনে আন্তর্জাতিক বাজার থেকে এটি ৯৫.২ কোটি রুপি করেছে- যা ছাভা-র মোট বিদেশি আয় ৯১ কোটিকেও ছাড়িয়ে গেছে।

ঋষভ শেঠির পরিচালিত ২০২২ সালের ব্লকবাস্টার কান্তারা-র প্রিকুয়েল হিসেবে তৈরি কান্তারা: চ্যাপ্টার 1-এ অভিনয় করেছেন জয়রাম, রুক্মিণী বসন্ত ও গুলশান দেভাইয়া। ছবিটি হোম্বালে ফিল্মসের ব্যানারে বিজয় কিরাগান্দুর ও চালুভে গৌড়া প্রযোজিত। সিনেমাটোগ্রাফি করেছেন অরবিন্দ এস কাশ্যপ, সম্পাদনা সুরেশ মাল্লাইয়া, এবং সঙ্গীত পরিচালনা করেছেন বি অজনীশ লোকনাথ। বর্তমানে কান্তারা ২ কেজিএফ: চ্যাপ্টার ২-এর পর সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী কন্নড় চলচ্চিত্র হিসেবে রেকর্ড গড়েছে।

Rishab Shetty Kantara Chapter 1 box office report