scorecardresearch

‘আমি সাধু নই! টাকা দেখলে..’, ৩০০ কোটির সম্পত্তি নিয়ে ‘বেঁফাস’ কপিল শর্মা

অঢেল সম্পত্তি, টাকা-পয়সা নিয়ে বিস্ফোরক কপিল। বললেন..

Kapil Sharma, Kapil Sharma news, Kapil Sharma property, Kapil Sharma films, Bollywood, কপিল শর্মা, কপিল শর্মার সিনেমা, কপিল শর্মার সম্পত্তি, কমেডিয়ান কপিল শর্মা, বলিউডের খবর
কপিল শর্মা

২০০৭ সাল। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ সিজন ৩’ জিতে খ্যাতি অর্জন করেন। সেই জার্নি থেকে এখন নিজের ‘দ্য কপিল শর্মা শো’। চুটিয়ে চলছে। বিনোদুনিয়ায় রমরমা বাজার কপিলের। ডাকসাইটে বলিউড তারকারা নিজের সিনেমার প্রচার করতে আসেন কপিলের কৌতূক মঞ্চে। তিন-চারটে সিনেমাও করে ফেলেথেন ইতিমধ্যে। আর তাতেই কিনা ৩০০ কোটি টাকার সম্পত্তি! যা অনেকেরই ভ্রু কোঁচকানোর কারণ। এবার সেই প্রেক্ষিতেই মুখ খুললেন কপিল শর্মা।

যে পরিমাণ ধন-সম্পত্তি আছে, তা নিয়ে নাকি এখনও সন্তুষ্ট নন কপিল, নিজমুখেই সেকথা জানালেন। সম্প্রতি এক সংবাদমাধ্যমের সঙ্গে কথাপ্রসঙ্গে কমেডিয়ান-অভিনেতা জানান, “আমি মোটেই সাধু নই। কালো টাকা না হলে আমি তা ফিরিয়ে দিই না। তবে হ্যাঁ, আজও আমার চিন্তাভাবনা মাসমাইনে কর্মীর মতো। আমার স্ত্রী প্রচুর জিনিসের পিছনে টাকা খরচা করতে ভালবাসে। তবে আমি করি না। তবে গিনি নিজেও ধনী পরিবারের মেয়ে। কিন্তু আমার সঙ্গে মানিয়ে চলতে ওর কোনও সমস্যা হয় না।”

[আরও পড়ুন: ‘আমি ইন্ডাস্ট্রির Leading Hero’, বলতেই ‘ঢপবাজ, হিরো-আলম..’ ভয়ঙ্কর কটাক্ষ বনিকে]

কপিল শর্মা (Kapil Sharma) এও যোগ করেন যে, “আমি নিজেকে এখনও মধ্যবিত্ত মনে করি। মাসমাইনে পাওয়া চাকর ভাবতেই নিজেকে ভাল লাগে। জীবনে টাকা কামিয়েছি ঠিকই, কিন্তু লোকসানও কম হয়নি। তবে হ্যাঁ, এটা ঠিক যে আমি এসব নিয়ে অত ভাবি না। শুধু এটুকু জানি যে, আমার একটা বাড়ি, গাড়ি, পরিবার রয়েছে। তবে যতই টাকা কামাই না কেন, আমি কিন্তু ভিতর থেকে এখনও ওরকম ছাপোষা-ই রয়ে গেলাম। আমার সন্তানরা হয়তো অন্যরকম জীবনযাপন ভোগ করবে, কারণ ওঁরা সুযোগ-সুবিধে পাবে।”

এহেন মধ্যবিত্ত ধ্যান-ধারণার জন্যই একবার কপিল অমিতাভ বচ্চনকে জিজ্ঞেস করেন যে, ‘তিনি কি শ্যাম্পুর ফাঁকা বোতল ব্যবহার করেন?’ কমেডিয়ানের সেই প্রশ্ন শুনে বিগ বি হেসে গড়িয়ে যান। তবে সত্যিই কপিলের ৩০০ কোটি টাকার সম্পত্তি আছে কিনা, তা নিয়ে এখনও জল্পনা।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kapil sharma reacts to suggestion that his net worth is rs 300 crore