scorecardresearch

‘আমি অনেক বড়লোক, প্রচুর টাকা…’, ‘জিগাটোর’ সাফল্যে ‘ধরাকে সরা জ্ঞান’ করছেন কপিল!

টাকা রোজগার করতে সিনেমা করবেন না কপিল? কেন এমন বললেন কমেডিয়ান?

kapil sharma, zwigato, kapil sharma new movie
সাফল্যের চূড়ায় কপিল?

তাঁর শো সম্প্রচারিত না হলে গোটা ভারত নাকি হাসতে ভুলে যায়। সবসময় একগাল হাসি, দুঃখের মাঝেও যিনি সবসময় হাসতে থাকেন, সেই কপিল শর্মা নাকি এমন এক চরিত্রে অভিনয় করেছেন। প্রসঙ্গে ‘জিগাটো’। তাঁর এই নতুন ছবিকে ঘিরে জোর চর্চা। হাসিই যার প্রধান বিষয়, তাঁকে এহেন সিরিয়াস ছবিতে কাজ করতে দেখে ঢোঁক গিলছেন অনেকেই।

পরিচালক নন্দিতা দাসের এই ছবিতে একজন খাবার ডেলিভারি বয়ের চরিত্রে তিনি অভিনয় করেছেন। সংসারিক চাপ, আর্থিক অনটন – সবমিলিয়ে কপিলের চরিত্রের একদম বিপরীত। প্রসঙ্গে পরিচালক অবশ্য জানিয়েছিলেন, এই চরিত্রের জন্য শাহরুখকেও না বলতেন তিনি, কারণ কপিল একেবারেই মানানসই এই চরিত্রে। কিন্তু এই একটি ছবির ট্রেলার রিলিজের পর থেকেই দর বেড়েছে অভিনেতার। কিভাবে? অভিনেতার কথায়, এই ছবির ট্রেলার দেখার পর থেকে নানান পরিচালকের কাছ থেকে ফোন পেয়েছেন তিনি।

আরও পড়ুন [ ‘এখনকার বলিউড মিউজিক অখাদ্য! পাতে দেওয়া যায় না..’ বিস্ফোরক কুমার শানু ]

কপিল, যে কিনা বিখ্যাত নিজের কমেডির জন্য এবার কি তবে পুরোপুরি বলিউডের ময়দানে নামতে প্রস্তুত? এর আগেও অভিনয় করেছেন দুটি ছবিতে। তবে সেগুলি আশানুরূপ সাফল্য পায় নি। কপিল বললেন, “জিগাটো ছবির পর থেকে নয়টি ছবির প্রস্তাব পেয়েছি। সবকটি ছবি খুব সিরিয়াস, কিন্তু চিত্রনাট্যে খামতি রয়েছে। আমার পছন্দ হচ্ছে না বললেই ফিরিয়ে দিয়েছি”। তাহলে এখন থেকেই কি কপিল সিনেমার স্ক্রিপ্ট নিয়ে খুঁতখুঁতে? কমেডি করে যে কম টাকা রোজগার করেন না অভিনেতা, সেকথাও জানালেন তিনি। বললেন, “আমার কাছে বহু কাজ আছে। আমি রোজগার ভালই করি। কমফোর্ট জোন থেকে বেরিয়ে অভিনয় করতে হলে, সেটা ভালই হয়। কিন্তু আমি চাই, আমার ছবি মানুষকে স্পর্শ করুক”।

উল্লেখ্য, এই ছবির জন্য নিজেকে একদম অন্যরকমভাবে তৈরি করেছেন তিনি। যদিও, বাস্তব জীবনে যথেষ্ট গরিবী যেমন দেখেছেন তেমনই নিজের স্বপ্ন পূরণ করতে এগিয়েও গিয়েছেন তরতরিয়ে। তাঁর কথায়, “আমি টাকা উপার্জন করতে ছবি করতে চাই না। বরং ভাললাগা থেকে ছবি করতে চাই।”

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kapil sharma rejected film offers said im rich