scorecardresearch

মুখে নোংরা, অশ্রাব্য ভাষা..! চ্যানেল থেকে ‘ব্যান’ হন কপিল শর্মা

kapil Sharma, kapil Sharma new photoes, kapil sharma zwigato, kapil Sharma new movies, kapil Sharma comedian, kapil Sharma kareena kapoor, কপিল শর্মা, কপিল শর্মার শো

kapil Sharma, kapil Sharma new photoes, kapil sharma zwigato, kapil Sharma new movies, kapil Sharma comedian

কপিল শর্মা এখন তুমুল চর্চায়। অভিনেতার নতুন ছবি জিগাটোর সাফল্যের পর থেকেই যেন আকাশছোঁয়া সাফল্য ছুঁয়ে ফেলেছেন তিনি। এর আগের দুটো ছবি সেভাবে সাফল্য না পেলেও কমেডিয়ান হিসেবে কপিলের জুরি মেলা ভার। কিন্তু এবার একদম ভিন্ন চরিত্রে অভিনয়, রগড়-মশকরার কারণে এককালে কত ভুগেছেন তিনি!

সম্প্রতি করিনার শোয়ে এসে এইকথাই জানিয়েছেন তিনি। শুধু একটি শব্দ বলার অপরাধে তাঁকে ব্যান করার সিদ্ধান্ত পর্যন্ত নেওয়া হয়েছিল। কমেডিয়ানের মুখে কোনও লাগাম নেই। যাকে যা পারছেন বলে যাচ্ছেন? কপিলের কারণে অপদস্ত হতে হয়েছিল অনেককেই। অভিনেতা-কমেডিয়ানের কথায়…

আরও পড়ুন [ ছবির প্রোমোশনে সারমেয়রা! কলকাতায় চারপেয়েদের সঙ্গে ‘গঙ্গাজল’ খ্যাত যশপাল শর্মা ]

পাঞ্জাবের মানুষরা একটু অন্যধরনের হয়। আমরা এর ওর সঙ্গে মশকরা করি। এমনকি বিয়ের আসরেও এসব লেগেই থাকে। কিন্তু চ্যানেলে কাজ করতে গিয়ে আমি যে কতকিছুর সম্মুখীন হয়েছি, বলে বোঝানো যাবে না। একজনকে রসিকতা করেই পাগল বলেছিলাম। তখন উনারা বললেন, যে না কাউকে পাগল বলা যাবে না। এতে অনেকের মান সম্মান চলে যায়। এমনকি আমাকে তো চ্যানেল থেকে বয়কট করার কথাও বলা হয়েছিল।

বডি শেমিং করে এমন কিছুই করা যাবে না চ্যানেলে। এমনিও কপিল নিজের বাচন-ভঙ্গি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল তিনি। কাউকে আঘাত দিয়ে কথা বলা তো দূর, বরং কপিলের প্রশ্ন শুনে উত্তর দেওয়ার আগেও হেসে ফেলেন অনেকে। বর্তমানে, ছবির সাফল্যে আত্মহারা তিনি। এখনই নাকি নয়টা ছবির প্রস্তাবনা পেয়েছেন।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kapil sharma said there was a situation when channel wanted to ban me