scorecardresearch

‘আমার বাচ্চারা ডাউনলোড হয়েছে থুড়ি!’ রোম্যান্স প্রসঙ্গে কপিলের উত্তর শুনে ‘থ’ করিনা

কপিলকে কী এমন প্রশ্ন করে বসলেন করিনা?

kareena kapoor, kapil sharma, what women want, what woman want with kareena kapoor khan, kapil sharma what women want show, kareena kapoor what women want, what women want podcast
কপিলে জবাবে করিনা বললেন…

যখনই কমেডির কথা ওঠে, তখন কপিল শর্মার নাম না নিলে একেবারেই চলে না। সবসময় মানুষকে হাসাতে ব্যস্ত তিনি। কমেডি তো বটেই, তাঁর সঙ্গে এখন অভিনয় জীবনকেও খুব সিরিয়াসলি নিতে শুরু করেছেন তিনি। তাঁর ছবি জিগাটো প্রথম থেকেই চর্চায়। বাস্তবের হাসমুখ কপিল একদম ভিন্ন চরিত্রে অভিনয় করে দেখিয়ে দিয়েছেন।

একদিকে, কমেডি অন্যদিকে এহেন এক চরিত্রে অভিনয়। করিনার শোয়ে ডাক পেয়েছিলেন অভিনেতা। সেখানেই নানান গল্প শেয়ার করলেন। তবে, হাসির আড়ালে কতটা রোমান্টিক কপিল? এবার সেই নিয়েই এক মজার উদাহরণ দিয়ে বসেছেন তিনি। যার কারণেই হেসে খুন নেটপাড়া। করিনা প্রশ্ন এমনই করেছিলেন করিনা, যে বাস্তবে আপনি কতটা রোমান্টিক? তাতে কপিল মজার ছলে যা বললেন…

“দুটো বাচ্চা আছে আমার, ডাউনলোড তো করি নি”। একথা শুনে আর করিনাকে কে থামায়। ভাষা হারিয়েছিলেন অভিনেত্রী। এমনিতেও দেড় বছরে দুই বাচ্চার বাবা হওয়ার সুবাদে মাঝেমধ্যেই তাঁকে খোঁটা দেন অনেকে। হাসির ছলে তিনি এও বলেন, “যারা ছবি করতে পারেন তাঁরা ছবি প্রডিউস করেছেন আর আমি আমার দুই বাচ্চা”। ভীষণ শক্ত কথাতেও কৌতুক খুঁজে বের করায় কপিলের জুড়ি মেলা ভার। তাঁর শোয়ে এসে আনন্দ না নিয়ে কেউই যান না। আর অন্যের শোয়ে গিয়েও, সেই পরিবেশ তিনি তৈরি করে দেন।

যদিও, তাঁর এই ইয়ার্কি ঠাট্টা মাঝেমধ্যেই সমস্যার সৃষ্টি করে। টুইটারের সেই স্মৃতি আজও ভোলেন নি তিনি। তাই তো, করিনা প্রশ্ন করতেই তিনি বলে ওঠেন, ওই নীল পাখিটার সঙ্গে দেখা তো হয় নি! কিন্তু আমার মাথা খারাপ করে দিয়েছিল। বর্তমানে জিগাটোর সাফল্যে উচ্ছসিত কপিল। তার এই ছবিকে মাইলস্টোন বলেও উল্লেখ করেছেন অনেকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Kapil sharma said to kareena kapoor definitely not downloaded my two kids