কপিলের ( Kapil Sharma) শোতে এসে দিব্য মজায় মেতেছেন অক্ষয় কুমার ( Akshay Kumar )। একের পর এক ধামাকা নজরে আসছে শোয়ের প্লট জুড়ে। সামনেই দোল, হোলি পে গোলি এই আমেজেই প্রমোশন করতে ব্যস্ত তারকারা। দেদার মজা হবে রঙিন উৎসবে, হোস্ট অক্ষয় কুমার স্বয়ং - শুনেই চক্ষু চড়কগাছ কপিলের! কী বললেন অভিনেতা?
Advertisment
অক্ষয় বললেন, তিনি এক আকর্ষণীয় হোলি পার্টির আয়োজন করবেন। এক্ষেত্রে কপিলের বক্তব্য, "হোলির পার্টিও আপনার বাড়িতে? আমরা কী করব? ল্যাঙট পড়ে হিমালয়ে যাব?" শুনে হেসে খুন অক্ষয়। বললেন তাহলে তোমার বাড়িতেই হোক! কোন বাড়িতে যাব? এখানেই শেষ নয়, কপিল সহজে থামবার মানুষ নয়। বললেন, "আপনার তো ফেব্রুয়ারি মাসে দুঃখের অন্ত নেই! তিন চার দিন কম থাকে, নইলে আরও এক দুটো বিজ্ঞাপন করে নিতেন।"
Advertisment
অক্ষয় আর কী জবাব দেবেন, বললেন আর কী করব এখন জীবন এভাবেই চলছে। অক্ষয় কপিলের শোতে আসতে যেমন নিজে ভালবাসেন তেমনই দর্শকরাও তাকে যথেষ্ট ভালবাসেন। কপিলের সঙ্গে বাক বিতন্ডার চর্চা শুনে সকলেই বেশ হকচকিয়ে গেছিলেন। এখন অনেকটা প্রস্বস্তিতে ভক্তরা, বচ্চন পান্ডে নিয়ে যথেষ্ট উদগ্রীব তারা।