Advertisment
Presenting Partner
Desktop GIF

বেটিং কেসে নাম জড়াল আরও তিন তারকার, কপিল শর্মা - হুমা কুরেশিকে তলব করল ED

আর কে কে পেলেন ইডির সমন?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ED, kapil sharma, huma qureisi, hina khan, entertainment news, bollywood ED summoned, ED bollywood summoned

ইডির তলব তারকাদের

বেটিং কেস, পিছু ছাড়ল না! এবার ইডি ডাক পাঠালেন আরও তিনজন বলি তারকাকে। অ্যাপ বিভ্রাটে সমন পৌঁছল কমেডি কিং কপিল শর্মার কাছে।

Advertisment

ঠিক যে বেটিং কেসে নাম জড়িয়েছিল রণবীর কাপুরের সেই ক্ষেত্রেই এবার ডাক পেলেন কপিল শর্মা, হুমা কুরেশি এবং হিনা খান। অনলাইনেই এই অ্যাপ এর প্রমোশন করেছেন হিনা খান এবং হুমা কুরেশি, তাই তাদের ডাকা হয়েছে এই ক্ষেত্রে। অন্যদিকে, খবর এমনই যে কপিল শর্মা দুবাইয়ে এই অ্যাপ এর সেলিব্রেশনে সামিল হয়েছিলেন।

মানি লন্ডারিং এর কেসেই ফেসেছেন এও তারকারা। অভিনেতাদের মধ্যে অনেকের এর আগে নাম জড়িয়েছে। রণবীর কাপুর অবশ্য আগামীকাল ইডির দপ্তরে যাওয়ার পূর্বে  সপ্তাহ দুয়েক সময় চেয়ে নিয়েছেন।

আরও পড়ুন - গ্রেফতারি কিংবা জেরা নয়, ED তলব করতেই সময় চাইলেন রণবীর

তিন তারকাকে রায়পুর অফিসে ভিন্ন তারিখে হাজিরা দিতে বলা হয়েছে। এই তিন তারকার ক্ষেত্রেও গ্রেফতারি কিংবা জেরার বিষয়কে উপেক্ষার দিকেই রাখা হয়েছে। যেহেতু তাঁরা অ্যাপ এর সঙ্গে দীর্ঘদিন জড়িয়েছেন তাই, তারা এর ব্যাবহারিক জ্ঞান প্রসঙ্গে জানেন। সেটুকু জানতেই এই তারকাদের ইডি দপ্তরে ডাকা হয়েছে।

প্রসঙ্গত, তিন তারকাই নিজেদের কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ত। কপিল শর্মা নিজের শো চালাচ্ছেন। অন্যদিকে হুমা ছবিতে ব্যস্ত। হিনা খান বিগ বসের ঘর থেকে বেরোনোর পর একাধিক মিউজিক ভিডিওতে তাঁকে দেখা গিয়েছে।

Huma Qureshi ED kapil sharma bollywood Entertainment News
Advertisment