Advertisment
Presenting Partner
Desktop GIF

বিয়ে হয়েছে নাকি জেল? বাঙালি মেয়ে বিপাশাকে বিয়ে করে শুধুই খিদমত খাটেন করণ!

শেষে এই অবস্থা! করণ বললেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
bipasha basu, bipasha basu news, bipasha basu daughter, bipasha karan singh grover, bipasha basu songs, bipasha basu movies, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, বিপাশা-করণ, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

বিপাশা-করণ

ভালবেসে বিয়ে করেও সংসারে নানা সমস্যা হতেই পারে। তাই বলে জেল? করণ এবং বিপাশার মধ্যে কিছুটা একই অবস্থা তবে! এমনই এক দৃশ্য ধরা পড়েছিল তাঁদের বিয়ের পর পর।

Advertisment

দীর্ঘ কিছুদিনের সম্পর্ক, তারপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। বাঙালি পাঞ্জাবির বিয়েতে সে এক অদ্ভুত ব্যাপার। প্রথমে তো উলু কেন দিচ্ছেন বাড়িয়ে লোকেরা সেই দিকটাও বুঝতে পারেননি তিনি। এদিকে, বিয়ের পর থেকেই করণের নাজেহাল অবস্থা। কপিল শর্মার শোয়ে এসে জানিয়েছিলেন সেকথাই। কপিল প্রশ্নই এমন করেন...

নিয়ম অনুযায়ী নাকি পাঞ্জাবি নতুন বউরা একমাস পর কিছু একটা রান্না করেন। তখনই তিনি বিপাশাকে জিজ্ঞেস করেন, "আপনি প্রোটিন শেক ছাড়া আর কী বানাতে পারেন?" জবাবে বিপাশা বলেন, "আমি প্রোটিন শেকও বানাই না। ওটাও করণ নিজেই বানায়"। একথা শুনেই, চমকে ওঠেন কপিল। সোজা, করণকে জিজ্ঞেস করেন, তোমার বিয়ে হয়েছে নাকি জেল? তারপর...

আরও পড়ুন < শারীরিক গন্ডগোল! ‘বয়স হয়েছে মানেই…’, হাসপাতালে ভর্তি ছিলেন পরান বন্দ্যোপাধ্যায়? >

বাঙালি মেয়েকে বিয়ে করে করণের অভিজ্ঞতা নিদারুণ। সোজা বলেন, "আমার তো সকাল থেকে রাত একটাই শব্দ বলে দিন কাটে, ইয়েস বস!" আমায় শুধু হুকুম করবে বিপাশা। তারপরই আমি শুরু। যদিও, বিপাশাকে বিয়ে করার আগে বাংলা বলা শিখেছিলেন করণ। এমনকি অভিনেত্রীর বাবা মায়ের মন জয় করেন বাংলা বলেই।

কিছুমাস আগেই মেয়ের বাবা মা হয়েছেন তাঁরা। ছুটি কাটিয়ে এলেন তাঁকে নিয়েই। সোশ্যাল মিডিয়ায় মাঝেমধ্যেই নানা পোস্ট করেন তাঁরা। মেয়েকে নিয়েই এখন ব্যস্ততা।

Bipasha Basu Karan Singh Grover Entertainment News
Advertisment