বছরের এই সময়টাই এথনিক পোশাকে সাজেন বলিউড তারকারা। আলোর উৎসবে আর কিছুদিনের অপেক্ষা, তাই ব্যস্ততা নজরে আসছে সর্বত্র। আর দীপাবলির পার্টিতে বলিউডের নামযশ অনেকদিনের। তাও আবার যদি ফ্যাশন ডিজাইনার সন্দীপ খোসলার কথা বলা হয় তাহলে না বলার কোনও জায়গায় নেই সেলেবদের। এদিনও মুম্বইতে হয়ে গেল তাঁরই দিওয়ালি পার্টি। উপস্থিত ছিলেন বলিপাড়া। যোন চাঁদের হাট নেমে এসেছিল মুম্বইয়ে। পার্টিতে দেখা গেল করণ জোহর, স্বরা ভাস্কর, প্রযোজক রিয়া কাপুর, অনন্যা পান্ডে, সিদ্ধার্থ মালহোত্রা, অর্জুন কাপুর, নেহা ধুপিয়া, অঙ্গদ বেদী, মালাইকা অরোরাকে।
এঁদের ছাড়াও পরে এই পার্টিতে দেখা পাওয়া গিয়েছিল শাহরুখ খান, আনন্দ এল রাই, হিমাংশু শর্মা, অজয় অতুলদের। একসঙ্গে নৈশভোজে গিয়েছিলেন তাঁরা। এবার একনজরে সন্দীপ খোসলার বাড়ির দিওয়ালি পার্টির ছবি:






