Advertisment
Presenting Partner
Desktop GIF

Jhilam Gupta-Karan Johar: 'যেন জীবনে সুখ শান্তি হারিয়ে গিয়েছে...', করণের সিরিজে ঝিলাম! জনপ্রিয়তা বুঝতেই পারেননি নির্মাতা?

Jhilam Gupta in web series: শাহরুখের মত নাচলাম নাকি...? করণের সঙ্গে কাজ করে হাসি থামছে না ঝিলামের...

author-image
Anurupa Chakraborty
New Update
jhilam gupta, bengali youtuber, karan johar

Jhilam in Karan johar series- অনুভুতি কেমন? হাসলেন ঝিলাম, বললেন... গ্রাকিক্স- অংশুমান মাইতি

Jhilam Gupta in Karan Johar web series: সাদা মাটা হাবভাব, পানসে মুখ, সঙ্গে একরাশ কথা... তবে, যেটাই বলেন তিনি যুক্তি দিয়ে বলেন। এমনভাবে বলেন, যে প্রচণ্ড সিরিয়াস কথাও না হেসে উপায় পান না তাঁর দর্শক। ইউটিউবার ঝিলাম গুপ্ত, এতদিন বিখ্যাত ছিলেন সোশ্যাল মিডিয়ায় পাতায়। এবার তিনি অভিনয়ে। তাও, আবার করণ জোহরের সিরিজে।

Advertisment

অ্যামাজন প্রাইমের সিরিজ, 'Love storyiaaan'... সেখানে তিনি অভিনয় করেছেন। প্রযোজনায় করণ জোহর ( Karan Johar )। বিরাট ব্যাপার। যদিও, এই বিরাট ব্যাপার শুনে হেসে গড়ালেন তিনি। IE-বাংলার তরফে ফোন যেতেই ঝিলামের ( Jhilam Gupta ) প্রশ্ন, "কী করেছি বলো তো? শাহরুখের মত নেচেছি নাকি! আমি তো খুব অল্প জায়গায় অভিনয় করেছি। যেহেতু সিরিজ, তাই খুব স্বল্পদৈর্ঘ্যের চরিত্র ছিল।" কিন্তু, বলিউড বলে কথা। তাও, আবার অভিনয় শুরু করলেন করণ জোহরের ব্যানারে।

চরিত্রটা কেমন, আর অনুভূতি? এই প্রসঙ্গেই ঝিলামের বক্তব্য..."আসলে তিস্তা এবং দীপন যারা কাজ করেন এই বিষয়ে, অর্থাৎ LGBT নিয়ে, গে রাইটস নিয়ে। তাদের একটা সিরিজ। আর সেখানে আমি দীপনের ২০ বছরের স্প্যানটা করেছি। কী যে করেছি আমি নিজেই জানি না। একটা কাঁদো কাঁদো মুখ করে শুধু হেঁটেছি, বসেছি। যেন মনে হচ্ছে আমার জীবনে সুখ শান্তির অভাব পড়েছে। নিউ মার্কেটে শুটিং করছি, এ ও এসে ছবি তুলছেন। যারা সিনেমা বানাচ্ছেন তারা তো অবাক। বলছে, তুমি এত জনপ্রিয়?"

তাহলে কি অভিনয় জগতেই আসতে চলেছেন তিনি? এর আগে কিরন দত্ত নিজেও কাজ করেছেন বেশ অল্প সময়ের চরিত্রে। আর এবার, টলিউড না! সোজা বলিপাড়ায় তাঁর অভিষেক। অভিনয়ের প্রতি তাঁর ঝোঁক আছে? ঝিলামের কথায়...

"আমি আমার জীবনে বাবার বাড়ির থেকেও মায়ের বাড়ির প্রভাবটা বেশি পেয়েছি। বাড়িতে, একটা অভিনয়ের পরিবেশ ছিল সবসময়। মায়ের জ্যাঠামশাই, দেবনারায়ন গুপ্ত একসময় বাংলা ছবি তথা নাটকের পরিচালক ছিলেন। তাঁর হাত ধরে সাবিত্রী চট্টোপাধ্যায়, উত্তম কুমার অভিনয় করেছেন। তাই, এটা আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। মনে আছে, মামারবাড়ীতে আমরা ঘরের ভেতর যা কান্ডকীর্তি করতাম। সেই সব নাটক বাড়ির বাইরে দাঁড়িয়ে লোকেরা দেখত। এখন তো লোকে ইউটিউব, ফেসবুকে রিলস বানায়, স্ক্রিপ্ট লেখে.. আমরা যা ঘরে নাটক করতাম! সবাই অবাক হয়ে যেত।"

অভিনয় শেখেননি। কিন্তু, ছোট থেকেই তাঁর মধ্যে এই প্রতিভা বিদ্যমান। তাই তো বললেন, "এমনটা নয় যে এই বিষয়টা নতুন আমার কাছে। আমায় যদি কেউ আধ ঘন্টার একটা রোল দেয় আমি অনায়াসে পারফর্ম করতে পারব।"

bollywood tollywood karan johar Entertainment News Youtuber
Advertisment