New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/05/karan.jpg)
করণের বাথরুমে কী আছে?
করণের বাথরুমে কী আছে?
Karan Johar Bathroom Design:গ্ল্যামার দুনিয়ার মানুষদের জীবনযাপনও তো ভীষণই গ্ল্যামারস, সে কথা বলাইবাহুল্য। ফারহা খানের লেগেস্ট ব্লগে ছিল বলিউড পরিচালক করণ জোহরের অফিস আর বাড়ির সাজসজ্জা। করমের বাড়ি এসে তাঁর বানানো স্পেশ্যাল chocolate fudge রেসিপিটা চেখে দেখেন। সেই সময়ই করণের অফিসের বাথরুম দেখে ভাষা হারিয়েছে ব্লগের দর্শক। একজন তারকার বাড়ির অন্দরমহল যে রাজকীয় স্টাইলে সাজানো থাকবে সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু, করণ জোহরের অফিসের বাথরুমে কী আছে জানেন? ব্রোঞ্চ, তামা আর দস্তা। হ্যাঁ, এই সবের মিশেলই তৈরি হয়েছে করণের বাথরুমের ডিজাইন।
ব্লগের জন্যই এখন ফারহা খান এখন চর্চায় থাকেন। ইউটিউবে তাঁর ব্লগের দর্শক নতুন পর্বের অপেক্ষায় থাকে। বিশেষত ফারহা সেলেবদের বাড়িতে গিয়ে তাঁদের রান্নার স্পেশ্যাল রেসিপিগুলোর ভিডিও-ই শেয়ার করেন। যা দর্শকমবলে দারুণ জনপ্রিয়তা অর্জন করেছে।
লেটেস্ট ব্লগের জন্য এসেছিলেন প্রিয় বন্ধু করণ জোহরের বাড়িতে। সেখানে chocolate fudge রেসিপির ভিডিও শেয়ারের পাশাপাশি যা দেখিয়েছেন তাতে তাজ্জব বনে গিয়েছে প্রত্যেকে। করণ জোহরের অত্যাধুনিক ডিজাইনের বাথরুম দেখে ঘুম উড়েছে সকলের। তামা-দস্তা দিয়েও বাথরুমের ডিজাইন বোধহয় করণই করতে পারেন!
ভিডিও-র শুরুতেই ফারহা বলছেন তিনি করণ জোহরের বাড়িতে পৌঁছে গিয়েছেন। পরিচালকের অফিসও ওখানেই। যখন ফারহা ব্লগটি বানাচ্ছেন তখন করণের বাড়ির সেই জায়গাটাও দেখিয়েছেন যেখানে বসে সিনেমার স্ক্রিপ্ট নিয়ে আলোচনা করেন।
বাড়ির অন্দরসজ্জা দেখে সকলে অতটা স্তম্ভিত না হলেও করণের বাথরুম দেখে তো একেবারে থ! পরিচালক-প্রযোজক নিজেই বলে দিচ্ছেন, আলট্রা প্রিমিয়াম ব্রোঞ্চ দিয়ে বাথরুমটা বানিয়েছেন। অতিথিদের জন্য তৈরি বাথরুমের ডিজাইন বেশ ইউনিক।
সৌন্দর্য বৃদ্ধি করতে রয়েছে তামার টিফিন বক্সের সো-পিস রয়েছে করণের বাথরুমে। ফারহা যখন জানতে চান এগুলো কীসের জন্য, করণ বলেন অতথিদের উপহার দেওয়ার জন্য। করমের বাথরুম দেখে ফারহা মজা করেন বলেন, 'নিজেকে কেমন গরীব মনে হচ্ছে।'
করণের সঙ্গে পুরনো স্মৃতি নিয়ে যেমন কথা বলেছেন তেমনই আবার chocolate fudge বানানোর রেসিপির সঙ্গে দেখিয়ে দেন বন্ধুর জন্য বাড়ি থেকে নিয়ে আসা মাংসও। ফারহার ব্যাগে কী থাকে সেই কথাও ফাঁস দিয়েছেবন করণ।