সোশাল মিডিয়ায় দর্শককে ধন্যবাদ জানালেন করণ জোহর। বুধবার ২১ বছর পূরণ করল তাঁর প্রথম পরিচালিত ছবি ‘কুছ কুছ হোতা হ্যায়’। ১৯৯৮ সালের ১৬ অক্টোবর মুক্তি পেয়েছিল শাহরুখ খান, কাজল ও রানি মুখোপাধ্যায় অভিনীত এই রোমান্টিক ড্রামা।
বক্সঅফিসে ছক্কা হাঁকিয়েছিল এই ছবি। ব্লকবাস্টার হয়েছিল রাহুল (শাহরুখ), অঞ্জলি (কাজল) এবং টিনার (রানি) রসায়ন। আয়ের নিরিখেও প্রথম সারিতে ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’। এখনও এই তিন অভিনেতার সমীকরণ চর্চিত।
টুইটারে করণ লিখলেন, ”প্রথম সবসময় বিশেষ হয়! ছবির কাস্ট, ক্রু, মিউজিক এমনকী হৃদয় ও মন সবকিছু ঠিক জায়গায় ছিল। এই জার্নিকে অন্তহীন করার জন্য ধন্যবাদ, দীর্ঘ ২১ বছর”।
Firsts are always special! The cast, crew, music & the heart & soul of this film was all in the right place❤️ Thank you for making this journey a timeless one even after 21yrs! #21YearsOfClassicKKHH @iamsrk @itsKajolD #RaniMukerji @BeingSalmanKhan @apoorvamehta18 @DharmaMovies pic.twitter.com/p8OpdLX8AD
— Karan Johar (@karanjohar) October 16, 2019
আরও পড়ুন, দিল সে দিল তক-এর ফ্লোরে রেশমিকে নাকি হেনস্থা করতেন সিদ্ধার্থ!
ছবিতে এই তিনজন ছাড়াও ছিলেন সলমন খান, সানা সঈদ, ফরিদা জালাল, হিমানি শিবপুরি, অর্চনা পূরণ সিং, জনি লিভার ও অনপুম খের।
Happy #21st to this timeless and priceless film ❤️✨ #KUCHKUCHHOTAHAI @iamsrk pic.twitter.com/onrQeWwaUE
— Sana Saeed (@sanasaeed17) October 16, 2019
গত বছর, ধুমধাম করে করণ জোহর ‘কুছ কুছ হোতা হ্যায়’- ছবির ২০ বছর পূর্তি উদযাপন করেছেন।