scorecardresearch

‘বাড়ি নাকি কোভিড হটস্পট’! কানে যেতেই তেলে-বেগুনে জ্বলে উঠলেন করণ, পাল্টা দিলেনও

কোভিড বিধি লঙ্ঘন করেই বাড়িতে পার্টি করার অভিযোগ উঠেছিল করণ জোহরের বিরুদ্ধে।

Karan Johar, Karan Johar on actor's fee increase, Bollywood, Bollywood actor's remuneration, করণ জোহর, বলিউড তারকাদের অতিরিক্ত পারিশ্রমিক, বলিউড তারকা, bengali news today
করণ জোহর

ডিসেম্বরের ৮ তারিখ নিজের বাড়িতে নৈশভোজের আয়োজন করেছিলেন করণ জোহর (Karan Johar)। আমন্ত্রিত বলতে শুধু ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবরাই। আর সেই ডিনার পার্টিতে যোগ দেওয়ার পরই করোনা আক্রান্ত হন করিনা কাপুর খান (Kareena Kapoor Khan), অমৃতা অরোরা (Amrita Arora), মাহিপ কাপুর (Maheep Kapoor) ও সীমা খানরা (Seema Khan)। পাশাপাশি শোনা যায়, করণও নাকি করোনায় আক্রান্ত। সেই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। বলিউড পরিচালক-প্রযোজককে দুষতে থাকেন অনেকে। এমনকী এও অভিযোগ ওঠে যে, কোভিড বিধি লঙ্ঘন করেই বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন করণ। যার ফলস্বরূপ একাধিক তারকার শরীরে থাবা বসিয়েছে কোভিড। সমালোচনার সম্মুখীন হয়ে বুধবার শেষমেশ মুখ খোলেন করণ জোহর।

করণ সোজাসুজি জানিয়ে দেন যে, তাঁর বাড়িটা কোনও কোভিড হটস্পট নয়। এখানেই অবশ্য থামেননি পরিচালক। পাশাপাশি তিনি এও বলেন যে, “আমি এবং আমার পরিবারের প্রত্যেকেই RTPCR টেস্ট করিয়েছি। ঈশ্বরের আশীর্বাদে প্রত্যেকের কোভিড ফল-ই নেগেটিভ এসেছে। এমনকী, আমি তো দু’-দু’বার টেস্ট করিয়েছি সতর্কতার জন্য। সেগুলোর রিপোর্টও নেচিবাচক।”

এরপরই বৃহন্মমুম্বই পুরসভার উদ্দেশে খানিক বিদ্রুপ সুরেই বলেন, “শহরের মানুষদের স্বাস্থ্যের কথা ভেবে বিএমসি এহেন প্রয়াসকে সাধুবাদ জানাই। তবে আমি বিষয়টা একটু পরিষ্কার করে দিতে চাই যে, আমার বাড়িতে আমন্ত্রিত ছিলেন মোট ৮জন। সেটাকে ঠিক ‘পার্টি’ আখ্যা দেওয়া হয়তো ঠিক নয়। আর আমার বাড়িটা কোনও কোভিড হটস্পট নয়, আমরা যথাযথ কোভিড বিধি মেনেই চলি। সেদিনকার পার্টিতেও আমরা সবাই সবসময়ে মাস্ক পরেছিলাম।”

প্রসঙ্গত, করিনা কাপুর খান ও অমৃতা অরোরার করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ্যে আসতেই নড়েচড়ে বসে বৃহন্মুম্বই পুরসভা। কড়া নির্দেশ দেওয়া হয়, বিগত কয়েকদিনে দুই অভিনেত্রী যাঁদের সংস্পর্শে এসেছেন, তাঁদের প্রত্যেককে কোভিড পরীক্ষা করাতে হবে। সেই প্রেক্ষিতেই যেন ‘কেঁচো খুড়তে কেউটে’! পরদিনই জানা গেল, করিনা-অমৃতার পাশাপাশি তাঁদের ঘনিষ্ঠ বন্ধু মাহিপ কাপুর অর্থাৎ সঞ্জয় কাপুরের স্ত্রী এবং সীমা খান, সলমনের ভাই সোহেলের স্ত্রী, এই দু’জনকেও কাবু করেছে করোনা। প্রত্যেকেই করণের বাড়িতে আয়োজিত নৈশভোজে যোগ দিয়েছিলেন। সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তবে সমালোচনা মুখোমুখি হয়ে পাল্টা দিতে ছাড়েননি করণ জোহরও।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Karan johar tests negative says my home is no covid hotspot