Karan Johar-Tota: 'ওকে মানুষ যেমন ভাবে ঠিক সেরকম…', করণ জোহর আসলেই অহংকারী? সেটে যা সেদিন দেখেছিলেন টোটা!

Karan Johar : তিনি নেপটিজমের অধ্যক্ষ! নাকি একদম অন্যরকম মানুষ? রকি আউর রানী ছবিতে কাজ করতে গিয়ে যা উপলব্ধি হল টোটার...

Karan Johar : তিনি নেপটিজমের অধ্যক্ষ! নাকি একদম অন্যরকম মানুষ? রকি আউর রানী ছবিতে কাজ করতে গিয়ে যা উপলব্ধি হল টোটার...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Karan Johar tota Roy Chowdhury actor shared Bollywood news

Tota on Karan Johar: পরিচালকের আচরণ দেখে কী বললেন তিনি?

টলিউড থেকে বলিউড, গতবছর টোটা রায়চৌধুরীর ( Tota Roy Chowdhury ) জন্য বেশ ভাল কেটেছে। একদম অন্যরকম অনুভূতি হয়েছে তাঁর। করণ জোহরের ( Karan Johar ) সঙ্গে কাজ করেছেন। পরিচিতি পেয়েছেন ইন্ডাস্ট্রিতে। তারপর তাঁর ধুতি পাঞ্জাবি তো রয়েছেই।

Advertisment

সবমিলিয়ে বেশ আকর্ষণীয় সময় কাটিয়েছেন তিনি। কিন্তু, একদিকে যখন বেশ কিছু বছর ধরে করণ জোহরকে নিয়ে যে ধরনের আলোচনা, তাতে তাঁকে দু চোখের বিষ হিসেবেও দেখেন অনেকে। বিশেষ করে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁকে অনেকেই দায়ী করেন। কিন্তু, আসলে করণ জোহর মানুষটি কেমন? তিনি সত্যিই স্টার ছাড়া কিছু বোঝেন না? এবার টোটা রায়চৌধুরী সেই উত্তরটাই দিলেন।

Advertisment

অভিনেতাকে একটি সাক্ষাৎকারে করণ জোহর কেমন মানুষ সেই প্রশ্ন করা হলে তিনি হাসির ছলেই সমস্ত কথা বলতে রাজি হয়ে যান। করণ জোহরের প্রসঙ্গে কী বললেন টোটা? অভিনেতা সহজ সোজা ভাষায় বললেন... "উনি মানুষটা খুব ভাল। তাঁর অভিনেতাদের যত্ন করেন। তাদের সেটে থাকাকালীন পরিবার হিসেবেই গণ্য করেন। শুধু তাই নয়, উনাকে চিৎকার করতে পর্যন্ত দেখা যায়নি। উনি সকলকে সাহায্য করেন চরিত্রের জাস্টিফিকেশন যাতে ঠিকভাবে হয়। তুমি যাই করো না কেন, শুটিং ফ্লোরে তুমি অশান্তি চিৎকার করতে পারো না। আসলে ও খুব দয়ালু। লোকে যেমন ভাবে ও তেমন না।"

আরও পড়ুন - Tota Roy Chowdhury: ‘শেষ ১০ বছর কমার্শিয়াল ছবিকে গালাগাল!’, বাংলা সিনেমার হাঁড়ির হাল নিয়ে বিস্ফোরক টোটা

উল্লেখ্য, করণ জোহর নিজের কারণেই সকলের চক্ষুশূল। বিশেষ করে তাঁর শো কফি উইথ করণের জন্য তারকারাও তাঁকে নানা কথা শোনেন। তিনি ইন্ডাস্ট্রির বুয়া, কেউ কেউ আবার এমনও বলেন, দরকার না পড়লেও তিনি নতুন ঘটনার জন্ম দেন। একদিকে যেমন নতুন দম্পতি তিনি তৈরি করেন তেমনই সম্পর্কে অবনতিও তিনি ঘটান। তবে, টোটার চোখে তিনি একদমই অন্যরকম মানুষ। আর সেকথাই তিনি প্রমাণ করলেন।

উল্লেখ্য, ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলার কাছে তিনি জানিয়েছিলেন, তিনি বলিউডের টোটা না। বাংলার অভিনেতা। বাংলার থেকে তিনি অনেককিছু শিখেছেন। সকলে তাঁকে সহ্য করেছে এতদিন। বাংলা ছবির পাশে দাঁড়ানো প্রসঙ্গেও তিনি বলেন, কাউকে বাংলা ছবির পাশে দাঁড়াতে তিনি বলেন না। কারণ, কমার্শিয়াল বাংলা ছবি ছাড়া এখন আর কেউ ব্যবসা দিতে পারে না। সেই সংখ্যাই কমে গিয়েছে বর্তমানে।

bollywood tollywood karan johar Tota Roy Choudhury Entertainment News