scorecardresearch

‘১ লাখের সানগ্লাস ছাড়া পরি-ই না..’ নাক উঁচু করণ জোহরের কথা শুনে ট্রোলের বন্যা

করণের চশমা নিয়ে জোর চর্চা…

Karan Johar, Karan Johar trolled, Peyush bansal, enskart ad, করণ জোহর, করণ জোহর ট্রোলড, লেন্সকার্ট, বলিউডের খবর
ট্রোলড করণ জোহর

“১ লাখের নিচে চশমা পরতে-ই পারব না..। মাত্র হাজার টাকার চশমা দিয়ে কী হবে! এর থেকে আরেকটু বেশি দামের হবে কি?..” মন্তব্য করণ জোহরের। যা শুনে নেটিজেনরা বলছেন, ‘এত্ত নাক উঁচু কীসের..!’

করণ জোহর মানেই ব্র্যান্ডেড পোশাক, বহুমূল্য প্রসাধনী দ্রব্য আর অবশ্যই পোশাকের সঙ্গে মানানসই অ্যাকসেসরিজ। প্রযোজক-পরিচালকের কেতাদুরস্থ ফ্যাশন সেন্স নিয়ে বি-টাউনের তারকাদের মধ্যেও চর্চার জো নেই। করণের ঘনিষ্ঠ বন্ধু-তারকারাও এই নিয়ে মশকরা করতে ছাড়েন না। এবার সেই করণ-ই প্রকাশ্যে নিজের রোদচশমা-প্রীতির কথা বলে মারাত্মক ট্রোলড হলেন।

সম্প্রতি এক ভিডিও শেয়ার করেছেন শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার পিয়ূস বনশল, যিনি দেশের জনপ্রিয় আই-ওয়্যার ব্র্যান্ডের মালিক। আসলে সেটি বিজ্ঞাপনী ভিডিও। সেখানেই করণ জোহরকে দেখা গেল বিদেশে ছুটি কাটাতে গেছেন। ক্যাফেতে বসে ফোন করেছেন পিয়ূসকে। পরিচালক, প্রযোজককে বলতে শোনা গেল, আরে পিয়ূস লেন্সকার্টে চশমা দেখছিলাম। কী দারুণ কালেকশন। আর দাম ৯৯৯ ডলার তো? যা শুনে পিয়ূস বলেন, আরে না না, ৯৯৯ টাকা। তখনই করণ জোহর হতবাক হয়ে যান। তারপরই সানগ্লাসের দাম নিয়ে কথা বলতে শোনা যায় তাঁকে।

[আরও পড়ুন: বক্সঅফিসে ‘প্রজাপতি’ ডানা মেলতেই মিঠুনের হাত ধরে চললেন দেব, নিন্দুকদের মোক্ষম জবাব?]

করণ বলেন, আরে আমি এখন ১ লাখের নিচে চশমা ছাড়া পরতে পারি না। ৯০ হাজার দাম করো। করণের একথা শুনে পিয়ূস বলেন, আরে দামী চশমা বেচার অনেককে পেয়ে যাবে। নিয়ে নাও ওখান থেকে। এরপর করণের মন্তব্য, আচ্ছা তোমারও রইল, আমারও রইল। ৮০ হাজার টাকা। এদিকে পিয়ূস তো নাছোড়বান্দা! সেই প্রস্তাব প্রত্যাখান করে করণের ফোন কেটে দেন তিনি। আর এমন ভিডিও দেখেই ট্রোলের বন্যা বয়ে যায় করণ জোহরকে নিয়ে।

নেটপাড়ার একাংশের মন্তব্য, ‘এত টাকা থাকলে আমার ব্যাঙ্কে পাঠিয়ে দিন।’ কারও বক্তব্য, ‘আপনি চশমা পরে ঘুমোন নাকি বিজ্ঞাপনের সুযোগ আসলে ছাড়তেই চাইছেন না!’

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Karan johar trolled for lenskart ad peyush bansal shared video