/indian-express-bangla/media/media_files/2025/01/29/R8uIjErOAJJ0Ao3n07Kq.jpg)
ইব্রাহিমের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর আমার ঠিক ওর বাবার মতোই মনে হয়েছিল, বললেন করণ... Photograph: (Instagram)
Karan Johar-Ibrahim Ali Khan: স্টারকিডদের বলিউডে লঞ্চ করা নিয়ে করণ জোহর নানা কথা শোনেন। কিন্তু, তাও তিনি থামার নয়। আলিয়া, বরুণ এবং অন্যদিকে আরও কিছু তারকা সন্তানদের বলিউডে কাজের সুযোগ দেওয়ার পর, এবার আবারও তিনি আরেকজনকে dharma Production এর নতুন ছবিতে কাজ দিয়ে বসেছেন।
সইফ আলি খান ( Saif Ali Khan ) এবং অমৃতা সিং ( Amrita Singh ) এর পুত্র ইব্রাহিম আলি খান ( Ibrahim Ali Khan ), যিনি আসলেই বেশ জনপ্রিয়। শেষ কিছু মাসে দেখা গিয়েছিল পলক তিওয়ারির সঙ্গে তাঁর সম্পর্ক অন্যদিকে মোড় নিয়েছে। তারপর, মাঝেমধ্যেই পাপারাজ্জিদের সঙ্গে বেশ মজা করতেও দেখা যায় তাঁকে। আর এবার তিনি অফিসিয়ালি সিনেমার দুনিয়ায় পা রাখতে চলেছেন বলেই জানিয়েছেন করণ জোহর। তাঁর পরিবার বলিউডের সিনে ফ্যমিলি হিসেবে পরিচিত। ঠাকুমা শর্মিলা ঠাকুর থেকে বাবা এবং তাঁর মা... একদিকে, রোহিত শেট্টি জানিয়েছিলেন, সারা আলি খান নাকি কারওর সাহায্য নেননি। বরং, নিজেই পায়ে হেঁটে সবার অফিসে গিয়ে গিয়ে নাকি সিনেমার সুযোগ চেয়েছিলেন। সেখানে, করণ জোহরের হাত ধরে ইব্রাহিম আসছেন। শার্টহীন ইব্রাহিমকে দেখে কী লিখছেন করণ?
আরও পড়ুন - Pushpa 2 Stampede: আল্লু অর্জুনের সন্ধ্যা থিয়েটার পদপিষ্ট ঘটনায় নতুন মোড়, সিনেমাহলে এই কাজ করতে পারবেন না ১৬ বছর কম বয়সীরা..
"যখন আমার অমৃতার সঙ্গে দেখা হয়েছিল প্রথমবারের মতো, তখন বয়স ছিল মাত্র ১২ বছর। তিনি দুনিয়া নামে @dharmamovies জন্য একটি চলচ্চিত্রে কাজ করেছিলেন এবং আমি ক্যামেরার উপর তার মাধুর্য, শক্তি দেখে অবাক হয়েছিলাম। তবে, আমার সবচেয়ে বেশি যা মনে আছে তা হ'ল আমাদের প্রথম সাক্ষাতের পরে তার এবং তার হেয়ারস্টাইলিস্টের সাথে উষ্ণতম চাইনিজ ডিনার, তারপরে একটি জেমস বন্ড সিনেমা! আমাদের দেখা হওয়ার দ্বিতীয় দিনটি তিনি আমাকে আমার মতো আচরণ করতে বলেছিলেন। এবং এটা তার সন্তানদের মধ্যেও আছে, তাঁরা ভীষণ নিজেদের মধ্যে বেঁচে থাকা মানুষ!"
তিনি আরও বললেন, "সইফের সঙ্গেই আনন্দ মহেন্দ্রুর অফিসে আমার প্রথম দেখা হয়। তরুণ, ভদ্র, কমনীয় এবং বলতেই হয়, ইব্রাহিমের সঙ্গে প্রথম দেখা হওয়ার পর আমার ঠিক ওর বাবার মতোই মনে হয়েছিল।" তারপরই করণ জানালেন আসল খবর। এই পরিবারকে তিনি দীর্ঘ অনেক বছর চেনেন। প্রায় ৪০ বছরের সম্পর্ক। পরিবারের প্রতিটা মানুষ ঠিক কেমন করণ সবটাই জানেন। তাঁর সঙ্গে এটাও জানেন, খান পরিবারের রন্ধ্রে রন্ধ্রে সিনেমা আছে। করণ লিখছেন...
"৪০ বছর ধরে এই পরিবারকে দেখছি। নানা সিনেমায়, নানা চরিত্রে এই পরিবারের সকলের সঙ্গে কাজ করেছি। ইব্রাহিমের মায়ের সঙ্গে দুনিয়া ছবিতে কাজ করেছি, তারপর সইফের সঙ্গে কাল হো না হো-কুরবান ছবিতে কাজ করেছি, সিম্বা ছবিতে সারার সঙ্গে কাজ করেছি। এই পরিবারের মন কেমন আমি জানি। এদের রক্তে রয়েছে সিনেমা। এটা ওদের প্যাশন। আমরা শুধু ট্যালেন্টের একটা নতুন ঢেউ খুঁজে পেয়েছি। তাই, ইব্রাহিমকে স্ক্রিনে দেখার জন্য আপনারা অপেক্ষা করুন।"
এদিকে, করণ জোহর নতুন এক তারকা সন্তানকে লঞ্চ করতেই বেশিরভাগ রেগে আগুন। হাসির ছলে, তাঁরা বললেন.. "এই তো, করণ ব্যাক করেছেন আরেকটা নেপো কিড নিয়ে।" অন্যদিকে, কেউ বললেন, "নতুন দিন, নতুন স্টার কিড, নতুন নেপটিজম।" আবার কেউ বললেন, "করণ জোহরের ধর্ম্যার সিনেমায় সুযোগ পেতে গেলে স্টার কিড হতে হবে?" কেউ বললেন, "আশা করব বডি না দেখিয়ে অভিনয়ও করতে পারবে।"