Advertisment
Presenting Partner
Desktop GIF

Karan Singh Grover: মেয়ের হার্টে ফুটো, একরত্তির লড়াই দেখেই তাঁকে 'দেবী' মনে হয়েছিল বাবা করণের

Bipasha Karan daughter Debi: বিপাশা ভেঙে পড়েছিলেন কান্নায়। আর করণ, যে সময়ের মধ্যে দিয়ে গিয়েছেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
karan singh grover, bipasha basu, karan bipasha daughter, করণ-বিপাশা, karan bipasha daughter devi, trending news, trending news today, trending news update, viral story, tollywood news, entertainment news, latest entertainment news, বিনোদন, আজকের বিনোদনের খবর, ie entertainment news, entertainment update, Indian express entertainment news, আজকের বাংলা খবর, bangla news today, today bengali news

Bipasha-Karan: এখন কেমন আছে মেয়ে?

Karan Singh-Devi: মেয়ের হার্টে ফুটো। বিপাশা এর আগেও শেয়ার করেছিলেন সেকথা। জন্মাবার পরই জানতে পেরেছিলেন, যে মেয়ে দেবী সম্পূর্ন সুস্থ নয়। কয়েকদিনের বাচ্চাকে নিয়ে চিকিৎসকের দরজায় হাজির হয়েছিলেন। তিন মাস বয়সে হয়েছিল অস্ত্রোপচার।

Advertisment

অভিনেত্রী জানিয়েছিলেন, সমস্ত পরিস্থিতিতে তিনি একদম সামাল দিতে পারছিলেন না। কিন্তু, করণ সে একদম শান্ত ছিল। বিপাশাকে ( Bipasha Basu ) বারবার বলছিলেন, নিজেকে শান্ত রাখার কথা। তাতেও বরের ওপর বেজায় ভড়কেছিলেন বিপস। কিন্তু, এখন কেমন আছে তাঁদের মেয়ে? মাঝেমধ্যেই তাঁকে নিয়ে ঘুরতে যান বাবা মা। আর এবার, তাঁকে নিয়েই করণ ( Karan Singh Grover ) আসল কথা জানালেন।

সদ্যই রিলিজ করেছে তাদের ছবি ফাইটার। এবং যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে এই ছবি। সেই ছবিতে আরেক ফাইটার হিসেবে তাঁকে দেখা গিয়েছে। ছবির সাক্ষাৎকার চলাকালীন মেয়ের শারীরিক আপডেট দিলেন তিনি। বলেন...

আরও পড়ুন - ‘বাবা করণের সঙ্গে থেকেই এসব শিখছে দেবী…’, প্রকাশ্যে অভিযোগ বিপাশার

সময়টা সহজ ছিল না। দেবীর হার্টে ফুটো আছে শুনে বিপাশা কান্নায় ভেঙে পড়ে। পরিবারের কাছে লুকিয়েছিলাম। কারণ, বিষয়টা সহজ না। গোটা লড়াইটাই আমরা লড়েছিলাম তাও আবার একা। বলতেই হয় দেবী খুব লড়াকু। ও ভীষণ সাহসী বাচ্চা আমার। হার্টের অপারেশনের পর, এখন ঠিক আছে। সত্যি অর্থেই সে দেবী। ও এখন ভাল আছে। সুস্থ আছে। সত্যি বলছি, ও আমার 'ফাইটার'।

মেয়ে জন্মের সময় বেশ নজরে নজরে ছিলেন বিপাশা। শুধু তাই নয়, তিনি চেষ্টা করেছিলেন যাতে বাচ্চার শরীরে কোনও সমস্যা না হয়।

Bipasha Basu Karan Singh Grover bollywood Entertainment News
Advertisment