‘৩০ এপ্রিল ২০১৬ -আমাদের বিয়ের দিন। যেন মনে হচ্ছে এই তো গতকাল, কিন্তু আসলে কেটে গেলে দু-দুটো বছর।’ নিজের ইনস্টাগ্রামে বিবাহবার্ষিকীর দিনে বিয়ের ছবি শেয়ার করে স্বামী করণ সিং গ্রোভারকে লাভ মেসেজ দিতে গিয়ে দাঁড়ি-কমার বদলে যতিচিহ্ন হিসেবে লাভ সাইন ব্যবহার করেছেন বিপাশা বাসু।
মেসেজের মিষ্টি-মধুর রিপ্লাই দিয়েছেন করণ সিং গ্রোভারও। জীবনসঙ্গী হিসেবে তাঁকে বেছে নেওয়ার জন্যে বিপস্ কে থ্যাঙ্কস জানিয়েছেন করণ। লিখেছেন, আগে ভাবতাম, তোমার সঙ্গে যেদিন দেখা হয়েছিল, সেটাই আমার জীবনের বেস্ট দিন। তারপর মনে হল তোমার সঙ্গে বিয়ের দিনটাই আমার জীবনের সবচেয়ে ভাল দিন। এখন প্রতিদিন তোমার পাশে ঘুম ভেঙে ওঠার সময়ে মনে হয়, এ দিনটাই বেস্ট।’’
আরও পড়ুন: বিহুর তালে পা মেলালেন পিগি চপস, দেখুন ভিডিও
বিপাশা আর করণ ঠিক কী কী লিখেছেন একে অপরকে?
দেখে নিন দুজনের ইনস্টা পোস্ট-
২০১৬ সালে বলিউডের এই বাঙালি কন্যের বিয়ে হয়েছিল করণ সিংহ গ্রোভারের সঙ্গে। সমস্ত আচার-অনুষ্ঠান মেনে একেবারে বাঙালি কায়দায় বিয়ের পিঁড়িতে বসেছিলেন বিপাশা। লাল-সাদা বেনারসিতে তাঁর সেদিনের বাঙালি নববধূর সাজ সকলের নজর কেড়েছিল। কাকে বিয়ে করবেন বিপস্, সে নিয়ে দীর্ঘ জল্পনার পর হাইপ্রোফাইল এই বিয়ে বেশ কিছুদিন ধরেই উঠে এসেছিল শিরোনামে।
সেকেন্ড অ্যানিভার্সারি সেলিব্রেট করতে গোয়া পাড়ি দিয়েছেন এই কপোত-কপোতী।
দেখুন ছবি
বিবাহ বার্ষিকী সেলিব্রেট করছেন বিপাশা বসু।
আরও পড়ুন: জল্পনার অবসান ঘটিয়ে বিয়ে করলেন ৯০-এর দশকের হার্টথ্রব, দেখুন ফটোগ্যালারি