Advertisment
Presenting Partner
Desktop GIF

Kareena Kapoor - Narendra Modi: দিল্লিতে মোদির সঙ্গে কপুরদের সাক্ষাৎ, প্রধানমন্ত্রীর কাছে ছেলেদের জন্য কী আবদার করে বসলেন করিনা?

Modi's gift for Kareena's Sons: দুই খুদে সদস্যর জন্য কী পাঠালেন প্রধানমন্ত্রী? আসলে, করিনা নিজেই একটি ছোট্ট আরজি করেছিলেন নরেন্দ্র মোদীর কাছে।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
kareena kapoor khan-narendra modi

Modi with Kapoors: দুই খুদের জন্য কী পাঠালেন মোদী?

গতকাল দিল্লিতে কাপুর পরিবারের সদস্যরা গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মিটিংয়ে। কারণ, অবশ্যই! গ্রেটেস্ট শো ম্যান রাজ কাপুরের ১০০তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষেই এক বিশেষ অনুষ্ঠানে গিয়েছিলেন তাঁরা। কে ছিলেন না সেখানে? রনবীর থেকে করিনা, এমনকি নিতু সিং নিজেও।

Advertisment

এছাড়াও বাড়ির পুত্রবধূ এবং জামাইরাও আমন্ত্রণ পেয়েছিলেন সেখানে। আলিয়া ভাট থেকে ভরত সাহানী এমনকি সইফ আলি খান সকলেই গিয়েছিলেন সেখানে। এবং বেশিরভাগের পোশাক ছিল প্রায় একই রকমের। লাল এবং সাদা পোশাকে তাঁদের সকলকে দেখা গিয়েছিল। কিন্তু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে এক বিশেষ উপহার এল করিনা এবং সইফের দুই পুত্রের জন্য।

দুজনের বড়টি অর্থাৎ তৈমুর এখন যথেষ্ট বড়। সে তো সবসময় ভাইয়ের সঙ্গে মারামারি এবং দুষ্টুমিতে ব্যস্ত থাকে। আর মা করিনা দুজনকে সামলাতে সামলাতে নাজেহাল। বিশেষ করে ছোটটিকে নিয়ে তাঁর জ্বালার শেষ নেই। কারণে সাইজে ছোট হলেও এখনই সে দাদার সঙ্গে দুষ্টুমি করতে সচেষ্ট। এমনকি বোন রাহার সঙ্গেও তাঁর দুষ্টুমি লেগেই থাকে। একবার করিনা নিজেই জানিয়েছিলেন, কীভাবে রাহাকে খেলনা দিয়ে সেগুলো আবার ফেরত নিয়ে নিয়েছিল জেহ।

Advertisment

কিন্তু, দুই খুদে সদস্যর জন্য কী পাঠালেন প্রধানমন্ত্রী? আসলে, করিনা নিজেই একটি ছোট্ট আরজি করেছিলেন নরেন্দ্র মোদীর কাছে। তাঁর দুই সন্তানের জন্য মাত্র একটি অটোগ্রাফ চেয়েছিলেন তিনি। কিন্তু উল্টে তিনি একটি ছোট্ট নোটে টিম এবং জেহর নাম লিখে তাঁদের উদ্দেশ্যে শুভেচ্ছাবার্তা পাঠান। সেই ছবিও শেয়ার করেছেন করিনা সমাজ মাধ্যমে।

উল্লেখ্য, ঠাকুরদাদার সবথেকে প্রিয় ছিলেন করিনা। অভিনেত্রীকে একদম আগলে আগলে রাখতে তিনি। শুধু তাই নয়, রাজ কাপুরের মত চোখের আদল করিশ্মার হলেও করিনাকে রাজ কাপুর সবথেকে বেশি ভালবাসতেন। তাঁদের ছোটবেলার ভিডিও ভাইরাল পর্যন্ত হয়েছিল। যেখানে রিধিমা এবং রণবীরও ছিলেন। আর যেকথা না বললেই না, রণবীরের কন্যা রাহার ছোটবেলার মুখ একদম যেন রাজকাপুর। এমনকি তাঁর চোখের মণিও তাই...।

 

Tollywood Actress Kareena Kapoor tollywood PM Narendra Modi
Advertisment